ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
  • / ২১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুই বাসের সংঘর্ষ ঘটে। এ সময় একটি বাস উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। শৈলকুপা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনকে কুষ্টিয়া ও ঝিনাইদহে রেফার্ড করা হয়েছে। শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মনোয়ার হোসেন মালিথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শৈলকুপায় আসার পথে বাস দুর্ঘটনায় চারজন মুক্তিযোদ্ধা আহত হন। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

 

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৈলকুপায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

আপলোড টাইম : ১০:৩৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত রোববার বেলা ১১টার দিকে শৈলকুপা গোবিন্দপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে যাওয়ার সময় গোবিন্দপুর নামক স্থানে একে অপরকে পাশ কাটাতে গিয়ে দুই বাসের সংঘর্ষ ঘটে। এ সময় একটি বাস উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। শৈলকুপা হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত চারজনকে কুষ্টিয়া ও ঝিনাইদহে রেফার্ড করা হয়েছে। শৈলকুপা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মনোয়ার হোসেন মালিথা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে শৈলকুপায় আসার পথে বাস দুর্ঘটনায় চারজন মুক্তিযোদ্ধা আহত হন। শৈলকুপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।