ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শৈলকুপায় দিনমুজর বৃদ্ধার বসতবাড়ি মাটির সাথে মিশিয়ে দিল!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩৯৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভাটরই বাজারে জরিনা খাতুন (৬০) নামে এক অসহায় দিনমুজর বৃদ্ধার বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে জমিটি তাদের দাবী করে সুরোজ মিয়া, আবু তালেব, খোকন ও বাবু গংরা এই উচ্ছেদ অভিযান চালায়। এ ভাবে নির্দয় ভাবে একটি অসহায় বৃদ্ধাকে ভিটে থেকে উচ্ছে করা বিশেষ করে বাড়ি ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে দেওয়ার ঘটনা নজীর বিহীন। বাড়ি ভেঙ্গে ফেলার পর ওই মহিলা পরিবার নিয়ে খোলা আকাশের নিচেয় মানবতার জীবন যাপন করছে। ভুক্তভোগীর অভিযোগে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ১৪০ নং মৌজার ২১০ নং খতিয়ানে বৃটিশদের রেখে যাওয়া পরিত্যক্ত জমিতে ৪০ বছর ধরে বাড়িঘর তৈরি করে বৃদ্ধা জরিনা খাতুন তার স্বামী মহিউদ্দিন ও মেয়ে রেকেয়া বসবাস করে আসছেন। এলাকার কদু মিয়া ও তার ভাই অসহায় জরিনাকে সেখানে বসবাস করার সুযোগ দেন। এরই মধ্যে তার স্বামী মহিউউদ্দীন মারা যান। এই সুযোগে শুক্রবার দুপুরে কদু মিয়ার সন্তানরা দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। ভুক্তভোগী জরিনার ভাই আশরাফুল ইসলাম মাফি দাবি করেন, তারা এলাকার প্রভাবশালী হওয়ায় জাল কাগজ তৈরি করে থাকতে পারে। মহিলার জামাই মনজেল জানান, এ ভাবে উচ্ছেদ করা নজীরবিহীন কান্ড। এব্যাপারে ঝিনাইদহের শৈলকুপার ১৪নং দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ুব জোয়ার্দ্দার জানান, বাড়িঘর উচ্ছেদ করা ঠিক হয়নি। এটা অন্যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শৈলকুপায় দিনমুজর বৃদ্ধার বসতবাড়ি মাটির সাথে মিশিয়ে দিল!

আপলোড টাইম : ০৯:৪৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ভাটরই বাজারে জরিনা খাতুন (৬০) নামে এক অসহায় দিনমুজর বৃদ্ধার বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে জমিটি তাদের দাবী করে সুরোজ মিয়া, আবু তালেব, খোকন ও বাবু গংরা এই উচ্ছেদ অভিযান চালায়। এ ভাবে নির্দয় ভাবে একটি অসহায় বৃদ্ধাকে ভিটে থেকে উচ্ছে করা বিশেষ করে বাড়ি ভেঙ্গে চুরে মাটির সাথে মিশে দেওয়ার ঘটনা নজীর বিহীন। বাড়ি ভেঙ্গে ফেলার পর ওই মহিলা পরিবার নিয়ে খোলা আকাশের নিচেয় মানবতার জীবন যাপন করছে। ভুক্তভোগীর অভিযোগে শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ১৪০ নং মৌজার ২১০ নং খতিয়ানে বৃটিশদের রেখে যাওয়া পরিত্যক্ত জমিতে ৪০ বছর ধরে বাড়িঘর তৈরি করে বৃদ্ধা জরিনা খাতুন তার স্বামী মহিউদ্দিন ও মেয়ে রেকেয়া বসবাস করে আসছেন। এলাকার কদু মিয়া ও তার ভাই অসহায় জরিনাকে সেখানে বসবাস করার সুযোগ দেন। এরই মধ্যে তার স্বামী মহিউউদ্দীন মারা যান। এই সুযোগে শুক্রবার দুপুরে কদু মিয়ার সন্তানরা দলবল নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িঘর ভাংচুর করে মাটির সাথে মিশিয়ে দেয়। ভুক্তভোগী জরিনার ভাই আশরাফুল ইসলাম মাফি দাবি করেন, তারা এলাকার প্রভাবশালী হওয়ায় জাল কাগজ তৈরি করে থাকতে পারে। মহিলার জামাই মনজেল জানান, এ ভাবে উচ্ছেদ করা নজীরবিহীন কান্ড। এব্যাপারে ঝিনাইদহের শৈলকুপার ১৪নং দুধসর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ুব জোয়ার্দ্দার জানান, বাড়িঘর উচ্ছেদ করা ঠিক হয়নি। এটা অন্যায়।