ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শূন্য পয়েন্ট নিয়ে খেলরন্ত পাবেন বিরাট কোহলি!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
  • / ৪২৩ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: বেশ সমালোচনার ঝড় বইছে ভারত জুড়ে। কারণ একেবারে শূন্য পয়েন্ট নিয়েও খেলরতœ পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি। তবে কোহলির খাতায় কোনও পয়েন্ট থাকারও কথা নয়। কারণ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত খেলা নয়। ফলে বিরাটকেও খেলরতেœর জন্য মনোনীত করার কথা নয়। কিন্তু তবুও ভারতীয় অধিনায়ককে খেলরতেœর জন্য মনোনীত করা হয়েছে। এই বছরের খেলরতœ পুরস্কার তিনিই পাবেন। বিরাটের সঙ্গে খেলরতœ পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন ভারত্তোলক মীরাবাঈ চানু। বিতর্ক শুধু বিরাট কোহলির পুরস্কার নিয়ে নয়। মীরাবাঈ চানুর অর্জিত পয়েন্ট ৪৪। তার থেকে অনেকটা বেশি পয়েন্ট পকেটে থাকা সত্ত্বেও অনেক ক্রীড়াবিদকে খেলরতœ পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। কুস্তিগীর বজরং পুনিয়ার পয়েন্ট ৮০। কিন্তু তবুও তাকে খেলরতেœর জন্য মনোনীত করা হয়নি। আর এখানেই উঠছে প্রশ্ন। এগারোজনের একটি দল প্রার্থী তালিকা নির্বাচনের দায়িত্বে রয়েছে। কিন্তু এরমধ্যে আটজন সদস্য বিরাটের দারুণ পারফরম্যান্স দেখার পর তাকে মনোনীত করার জন্য সমর্থন দিয়েছেন। যদিও এ যুক্তি ধোপে টিকছে না। খেলরতœ পুরস্কারের জন্য সব মিলিয়ে ১৭ জন প্রার্থীর একটা প্রাথমিক তালিকা করা হয়েছিল। আর সেই তালিকা নিয়ে ইতোমধ্যে হাজারো বিতর্ক। এদিকে বজরং পুনিয়া এই ব্যাপার নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্তও নিয়েছেন। দেশের জন্য ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার পরও তার প্রতিভার যথার্থ মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। আর কি কারণে এমনটি হয়েছে সেটা সে জানতে চায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শূন্য পয়েন্ট নিয়ে খেলরন্ত পাবেন বিরাট কোহলি!

আপলোড টাইম : ০৮:৪০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

খেলাধুলা ডেস্ক: বেশ সমালোচনার ঝড় বইছে ভারত জুড়ে। কারণ একেবারে শূন্য পয়েন্ট নিয়েও খেলরতœ পুরস্কার পাচ্ছেন বিরাট কোহলি। তবে কোহলির খাতায় কোনও পয়েন্ট থাকারও কথা নয়। কারণ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত খেলা নয়। ফলে বিরাটকেও খেলরতেœর জন্য মনোনীত করার কথা নয়। কিন্তু তবুও ভারতীয় অধিনায়ককে খেলরতেœর জন্য মনোনীত করা হয়েছে। এই বছরের খেলরতœ পুরস্কার তিনিই পাবেন। বিরাটের সঙ্গে খেলরতœ পাওয়ার ব্যাপারে এগিয়ে রয়েছেন ভারত্তোলক মীরাবাঈ চানু। বিতর্ক শুধু বিরাট কোহলির পুরস্কার নিয়ে নয়। মীরাবাঈ চানুর অর্জিত পয়েন্ট ৪৪। তার থেকে অনেকটা বেশি পয়েন্ট পকেটে থাকা সত্ত্বেও অনেক ক্রীড়াবিদকে খেলরতœ পুরস্কারের জন্য মনোনীত করা হয়নি। কুস্তিগীর বজরং পুনিয়ার পয়েন্ট ৮০। কিন্তু তবুও তাকে খেলরতেœর জন্য মনোনীত করা হয়নি। আর এখানেই উঠছে প্রশ্ন। এগারোজনের একটি দল প্রার্থী তালিকা নির্বাচনের দায়িত্বে রয়েছে। কিন্তু এরমধ্যে আটজন সদস্য বিরাটের দারুণ পারফরম্যান্স দেখার পর তাকে মনোনীত করার জন্য সমর্থন দিয়েছেন। যদিও এ যুক্তি ধোপে টিকছে না। খেলরতœ পুরস্কারের জন্য সব মিলিয়ে ১৭ জন প্রার্থীর একটা প্রাথমিক তালিকা করা হয়েছিল। আর সেই তালিকা নিয়ে ইতোমধ্যে হাজারো বিতর্ক। এদিকে বজরং পুনিয়া এই ব্যাপার নিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলার সিদ্ধান্তও নিয়েছেন। দেশের জন্য ধারাবাহিকভাবে পারফরম্যান্স করার পরও তার প্রতিভার যথার্থ মূল্য পাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি। আর কি কারণে এমনটি হয়েছে সেটা সে জানতে চায়।