ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শুরু হচ্ছে দিঘীর নতুন অধ্যায়

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • / ২৬৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:
‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেছিল শিশুশিল্পী দিঘী। সেই শিশুশিল্পী দিঘী কিছু দিন আগেই স্কুলের গন্ডি পার হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে তার জীনের নতুন আরো এক অধ্যায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ৩.৬১ পেয়েছেন পাশ করেছেন দীঘি। দীঘি রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন। নতুন খবর হলো এসএসসি পাশ করার পর এবার দীঘি ভর্তি হতে যাচ্ছে স্ট্যামফোর্ড কলেজে। দীঘি জানায়, আমি সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছি। এটা বেশ ভালো কলেজ। এখানে ভর্তি হবো কি না নিশ্চিত নয়। কারণ অভিনয় নিয়েও আমাকে ভাবতে হবে। নিয়মিত ক্লাস না করলে সমস্যা হবে কি না এটা নিয়ে কথা বলতে হবে। তবে সবচেয়ে ভালো হতো মিরপুরের দিকে যদি কোনো কলেজ পেতাম। দিঘী চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোযেল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। মায়ের স্বপ্ন ছিল দিঘী ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য চলচ্চিত্রকে বিদায় জানাবার সিদ্ধান্ত জানিছিলেন দিঘী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শুরু হচ্ছে দিঘীর নতুন অধ্যায়

আপলোড টাইম : ০৯:৫৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯

বিনোদন ডেস্ক:
‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কী তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো’ মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের এই একটি সংলাপের মাধ্যমেই সবার প্রিয়মুখ হয়ে ওঠেছিল শিশুশিল্পী দিঘী। সেই শিশুশিল্পী দিঘী কিছু দিন আগেই স্কুলের গন্ডি পার হয়েছে। এবার শুরু হতে যাচ্ছে তার জীনের নতুন আরো এক অধ্যায়। এবারের মাধ্যমিক পরীক্ষায় (এসএসসি) ৩.৬১ পেয়েছেন পাশ করেছেন দীঘি। দীঘি রাজধানীর স্ট্যামফোর্ড স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন। নতুন খবর হলো এসএসসি পাশ করার পর এবার দীঘি ভর্তি হতে যাচ্ছে স্ট্যামফোর্ড কলেজে। দীঘি জানায়, আমি সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছি। এটা বেশ ভালো কলেজ। এখানে ভর্তি হবো কি না নিশ্চিত নয়। কারণ অভিনয় নিয়েও আমাকে ভাবতে হবে। নিয়মিত ক্লাস না করলে সমস্যা হবে কি না এটা নিয়ে কথা বলতে হবে। তবে সবচেয়ে ভালো হতো মিরপুরের দিকে যদি কোনো কলেজ পেতাম। দিঘী চলচ্চিত্র পরিবারের সন্তান। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোযেল চলচ্চিত্র নায়িকা। ২০১১ সালে দিঘীর মা দোয়েল মারা যান। মায়ের স্বপ্ন ছিল দিঘী ডাক্তার হবে, সেই স্বপ্ন পূরনের লক্ষ্যে পড়াশোনায় মনযোগী হওয়ার জন্য চলচ্চিত্রকে বিদায় জানাবার সিদ্ধান্ত জানিছিলেন দিঘী।