ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিশু রেদোয়ানের মর্মান্তিক মৃত্যু : চালক আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৩:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯
  • / ২০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরের ১নং পানির ট্যাংকের নিকট স্কুলছাত্রকে ট্রাকের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় রেদোয়ান (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং পানির ট্যাংকের নিকট এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। নিহত স্কুলছাত্র রেদোয়ান চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার শিক্ষক রাশেদ আহমেদের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি ভি জে উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ছেলেকে হারিয়ে বাবা শোকে মাতম হয়ে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় একটি কোচিং সেন্টার চালায় রেদোয়ানের পিতা শিক্ষক রাশেদ আহমেদ। শনিবার কোচিং সেন্টারের চাবি বাড়িতে ফেলে রেখে চলে আসে শিক্ষক রাশেদ। বাড়িতে ফোন করলে ছেলে রেদোয়ান চাবি দিতে সবুজপাড়া থেকে একটি বাইসাইকেলযোগে আসছিল বাবার কাছ। পথিমধ্যে ১নং পানির ট্যাংকের নিকট পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেদোয়ানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেদোয়ানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্র রেদোয়ান ছোট থাকতেই তার মায়ের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকেই বাবার কাছে মানুষ হচ্ছিলো রেদোয়ান। পরে শিক্ষক রাশেদ বিবাহ করলে তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে জন্মগ্রহণ করে। রাশেদ আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা-দীননাথপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ বিজ্ঞানের শিক্ষক। নিহত রেদোয়ানের বাড়িতে গেলে দেখা যায়, শোকের মাতম চলছে। বাবা রাশেদ আহমেদ একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা। শোকে যেন স্তব্ধ পুরো এলাকাজুড়ে। এদিকে, দুর্ঘটনা এড়াতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে একটি স্পিডব্রেকারের দাবি জানিয়েছে ব্যবসায়ী ও স্থানীয়রা।
ডা. সোনিয়া আহমেদ বলেন, রেদোয়ানের মাথায় ও বুকে আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানায় এই চিকিৎসক।


এদিকে, এ ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক রুহুল আমিনকে (৪৫) আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত ট্রাক চালক রুহুল আমিন যশোর জেলার শার্শা উপজেলার ডিঙ্গিয়ারপোতা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আমরা পরিদর্শন করে প্রাথমিকভাবে বুঝতে পেরেছি, স্কুলছাত্রটির কোন ভুল ছিলনা। যেহেতু সে স্কুলছাত্র, তাই কোন ছাড় দেয়া হবেনা। পরিবারের সদস্যরা মামলা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা করা হবে বলে জানায় এই কর্মকর্তা। এদিকে, রেদোয়ানের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিশু রেদোয়ানের মর্মান্তিক মৃত্যু : চালক আটক

আপলোড টাইম : ০৩:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা শহরের ১নং পানির ট্যাংকের নিকট স্কুলছাত্রকে ট্রাকের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় রেদোয়ান (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১নং পানির ট্যাংকের নিকট এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। নিহত স্কুলছাত্র রেদোয়ান চুয়াডাঙ্গা পৌর এলাকার সবুজপাড়ার শিক্ষক রাশেদ আহমেদের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি ভি জে উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ছেলেকে হারিয়ে বাবা শোকে মাতম হয়ে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সিনেমা হলপাড়ায় একটি কোচিং সেন্টার চালায় রেদোয়ানের পিতা শিক্ষক রাশেদ আহমেদ। শনিবার কোচিং সেন্টারের চাবি বাড়িতে ফেলে রেখে চলে আসে শিক্ষক রাশেদ। বাড়িতে ফোন করলে ছেলে রেদোয়ান চাবি দিতে সবুজপাড়া থেকে একটি বাইসাইকেলযোগে আসছিল বাবার কাছ। পথিমধ্যে ১নং পানির ট্যাংকের নিকট পৌঁছালে পিছন থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রেদোয়ানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রেদোয়ানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুলছাত্র রেদোয়ান ছোট থাকতেই তার মায়ের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকেই বাবার কাছে মানুষ হচ্ছিলো রেদোয়ান। পরে শিক্ষক রাশেদ বিবাহ করলে তাদের দাম্পত্য জীবনে একটি মেয়ে জন্মগ্রহণ করে। রাশেদ আহমেদ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের মাখালডাঙ্গা-দীননাথপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ বিজ্ঞানের শিক্ষক। নিহত রেদোয়ানের বাড়িতে গেলে দেখা যায়, শোকের মাতম চলছে। বাবা রাশেদ আহমেদ একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা। শোকে যেন স্তব্ধ পুরো এলাকাজুড়ে। এদিকে, দুর্ঘটনা এড়াতে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে একটি স্পিডব্রেকারের দাবি জানিয়েছে ব্যবসায়ী ও স্থানীয়রা।
ডা. সোনিয়া আহমেদ বলেন, রেদোয়ানের মাথায় ও বুকে আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানায় এই চিকিৎসক।


এদিকে, এ ঘটনার পরপরই ঘাতক ট্রাক চালক রুহুল আমিনকে (৪৫) আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃত ট্রাক চালক রুহুল আমিন যশোর জেলার শার্শা উপজেলার ডিঙ্গিয়ারপোতা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। আমরা পরিদর্শন করে প্রাথমিকভাবে বুঝতে পেরেছি, স্কুলছাত্রটির কোন ভুল ছিলনা। যেহেতু সে স্কুলছাত্র, তাই কোন ছাড় দেয়া হবেনা। পরিবারের সদস্যরা মামলা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা করা হবে বলে জানায় এই কর্মকর্তা। এদিকে, রেদোয়ানের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আজ ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।