ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিশু আলিফকে বাঁচতে দুই লাখ টাকা প্রয়োজন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৫৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস:
মায়ের কোলে শিশু আলিফ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে অন্য শিশুরা কত প্রাণবন্ত আর চঞ্চলতা মুখরভাবে উঠানে খেলছে। কিন্তু আলিফ খেলতে পারে না। হার্টে ছিদ্র থাকায় জন্মের পর থেকেই সে অসুস্থ। আলিফ জন্ম নেওয়ার পর থেকে পাষন্ড পিতা সাইদুর রহমান তাদের রেখে চলে গেছে খুলনা শহরে। সেখানেই আরেক স্ত্রী নিয়ে বসবাস করছে সাইদুর। মা রিফাত শাহরিয়া রুলির কোলই এখন শিশু আলিফের একমাত্র ভরসা। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাড়িয়ে আলিফের চোখে মুখে শুধুই বাঁচার আকুতি। আলিফের মা রুলি ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ায় পিতা দলিল উদ্দীন শেখের বাড়িতে বসবাস করেন। আলিফের মামা ইকবাল হোসেন জানান, জন্মের তিনদিন পর ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক আনোয়ারুল ইসলাম আলিফের হার্টে ছিদ্র আছে বলে জানান। তারপর থেকে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটের চিকিৎসক এ এম জিয়াউল হক মাসুমের তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছে। কিন্তু টাকার অভাবে হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছে না। মা রিফাত শাহরিয়া রুলি জানান, আপাতত তাদের দুই লাখ টাকার আর্থিক সহায়তা হলেই শিশু আলিফের বিপন্ন জীবন রক্ষা করা সম্ভব হতো। সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আলিফের সহায় মা আর্থিক সহায়তা কামনা করেছেন। আর্থিক সহায়তা ও যোগাযোগ করতে ০১৭২৫-৯৪৪০৯৬ অথবা ০১৯৬৫১০৫৫৭৫ বিকাশ নাম্বারে টাকা পাঠাতো অনুরোধ করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিশু আলিফকে বাঁচতে দুই লাখ টাকা প্রয়োজন

আপলোড টাইম : ০৯:২২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯

ঝিনাইদহ অফিস:
মায়ের কোলে শিশু আলিফ ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে। দেখে অন্য শিশুরা কত প্রাণবন্ত আর চঞ্চলতা মুখরভাবে উঠানে খেলছে। কিন্তু আলিফ খেলতে পারে না। হার্টে ছিদ্র থাকায় জন্মের পর থেকেই সে অসুস্থ। আলিফ জন্ম নেওয়ার পর থেকে পাষন্ড পিতা সাইদুর রহমান তাদের রেখে চলে গেছে খুলনা শহরে। সেখানেই আরেক স্ত্রী নিয়ে বসবাস করছে সাইদুর। মা রিফাত শাহরিয়া রুলির কোলই এখন শিশু আলিফের একমাত্র ভরসা। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে দাড়িয়ে আলিফের চোখে মুখে শুধুই বাঁচার আকুতি। আলিফের মা রুলি ঝিনাইদহ শহরের কলাবাগানপাড়ায় পিতা দলিল উদ্দীন শেখের বাড়িতে বসবাস করেন। আলিফের মামা ইকবাল হোসেন জানান, জন্মের তিনদিন পর ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু চিকিৎসক আনোয়ারুল ইসলাম আলিফের হার্টে ছিদ্র আছে বলে জানান। তারপর থেকে তারা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চলে যান। ঢাকায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটের চিকিৎসক এ এম জিয়াউল হক মাসুমের তত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছে। কিন্তু টাকার অভাবে হার্টের অপারেশন করা সম্ভব হচ্ছে না। মা রিফাত শাহরিয়া রুলি জানান, আপাতত তাদের দুই লাখ টাকার আর্থিক সহায়তা হলেই শিশু আলিফের বিপন্ন জীবন রক্ষা করা সম্ভব হতো। সমাজের বিত্তবান ও দানশীল মানুষের কাছে আলিফের সহায় মা আর্থিক সহায়তা কামনা করেছেন। আর্থিক সহায়তা ও যোগাযোগ করতে ০১৭২৫-৯৪৪০৯৬ অথবা ০১৯৬৫১০৫৫৭৫ বিকাশ নাম্বারে টাকা পাঠাতো অনুরোধ করা হয়েছে।