ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০
  • / ১৯০ বার পড়া হয়েছে

তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ে সুধী সমাবেশে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আরিফুল ইসলাম লিন্টু/ইকরামুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তেঁতুল শেখ কলেজের মাঠে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। তোমাদের টাকা-পয়সা হারিয়ে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি শিক্ষার জ্ঞান অর্জন করেছে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি আরও জ্ঞানের জন্য বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হবে। তোমরাই শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে এক সময় অনেকে পাইলট হবে, ডাক্তার হবে, শিক্ষক হবে।’ তিনি বলেন, ‘আমাদের সরকার শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা। এভাবে কোনো সরকার করেনি। সেটা আমাদের জননেত্রী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।’ শিক্ষার বিষয়ে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের আশেপাশে ভারত ও শ্রীলংকা এখন ১ শ দেশের মধ্যে শিক্ষিত দেশ। আমাদেরও একই জায়গাতে পৌঁছাতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে এই সাংসদ বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েদের সব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সময় মতো স্কুল-কলেজ-মাদ্রাসায় যাচ্ছে কিনা, তা খেয়াল রাখতে হবে। এ ছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে কোনো ছেলে-মেয়েরা যদি স্কুল-কলেজে না যাই, তাদের স্কুল-কলেজে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের সরকার তো স্কুল-কলেজে কোনো বেতন ভাতা নিচ্ছে না, বিনা মূল্যে বছরের প্রথম দিকে বই বিতরণ করছে। এ বছর থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুজিববর্ষ উপলক্ষে স্কুলের পোশাক ও জুতা ফ্রি দেবে আমাদের সরকার।’
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গার মধ্যে তেঁতুল শেখ কলেজ অনেক উন্নত। আমি চারটি প্রতিষ্ঠানের সভাপতি, সেক্ষেত্রে আমার জানা মতে তেঁতুল শেখ কলেজের মতো আর কোথাও ভালোমানের লেখাপড়া হয় না। বর্তমানে মাদকদ্রব্য সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ জন্য মাদক সেবন করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে। এদেরকে মাদকদ্রব্য থেকে ফিরিয়ে আনতে হবে বাবা-মাকে।’ এ সময় তিনি ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন একটি ভবন ও মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক গোলজার হোসেন, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, শংকরচন্দ্র ইউপির প্যালেন চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক ও খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুল শেখ কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি, যুগিরহুদা আবু হোসেন দাখিল মাদ্রাসার সভাপতি আকিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিলুয়ার হোসেন, শ্রমিক লীগের নেতা আফজালুল হক বিশ্বাস, আওয়ামী লীগের নেতা মিলন মিয়া, শেখ সেলিম, মসনাত উদ্দীন, রাকিবুল ইসলাম, সরোজগঞ্জ আন নুর ইসলামী একাডেমি স্কুলের সভাপতি জবির হোসেন, আক্কাস আলী, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আউয়াল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হবে

আপলোড টাইম : ০৯:৩০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০

তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা বালিকা বিদ্যালয়ে সুধী সমাবেশে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আরিফুল ইসলাম লিন্টু/ইকরামুল হক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি ছেলুন জোয়ার্দ্দারকে সংবর্ধনা, অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তেঁতুল শেখ কলেজের মাঠে এ সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তেঁতুল শেখ কলেজ ও ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সরোজগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজি আব্দুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘শিক্ষার কোনো বিকল্প নেই। তোমাদের টাকা-পয়সা হারিয়ে যেতে পারে, কিন্তু যে ব্যক্তি শিক্ষার জ্ঞান অর্জন করেছে, এটা কেউ কেড়ে নিতে পারবে না। লেখাপড়ার পাশাপাশি আরও জ্ঞানের জন্য বিভিন্ন পত্র-পত্রিকা পড়তে হবে। তোমরাই শিক্ষিত হয়ে জ্ঞান অর্জন করে এক সময় অনেকে পাইলট হবে, ডাক্তার হবে, শিক্ষক হবে।’ তিনি বলেন, ‘আমাদের সরকার শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা। এভাবে কোনো সরকার করেনি। সেটা আমাদের জননেত্রী ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।’ শিক্ষার বিষয়ে ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের আশেপাশে ভারত ও শ্রীলংকা এখন ১ শ দেশের মধ্যে শিক্ষিত দেশ। আমাদেরও একই জায়গাতে পৌঁছাতে হবে।’
অভিভাবকদের উদ্দেশে এই সাংসদ বলেন, ‘আপনাদের ছেলে-মেয়েদের সব বিষয়ের ওপর খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে, সময় মতো স্কুল-কলেজ-মাদ্রাসায় যাচ্ছে কিনা, তা খেয়াল রাখতে হবে। এ ছাড়াও আপনাদের বাড়ির আশেপাশে কোনো ছেলে-মেয়েরা যদি স্কুল-কলেজে না যাই, তাদের স্কুল-কলেজে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমাদের সরকার তো স্কুল-কলেজে কোনো বেতন ভাতা নিচ্ছে না, বিনা মূল্যে বছরের প্রথম দিকে বই বিতরণ করছে। এ বছর থেকে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুজিববর্ষ উপলক্ষে স্কুলের পোশাক ও জুতা ফ্রি দেবে আমাদের সরকার।’
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘চুয়াডাঙ্গার মধ্যে তেঁতুল শেখ কলেজ অনেক উন্নত। আমি চারটি প্রতিষ্ঠানের সভাপতি, সেক্ষেত্রে আমার জানা মতে তেঁতুল শেখ কলেজের মতো আর কোথাও ভালোমানের লেখাপড়া হয় না। বর্তমানে মাদকদ্রব্য সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ জন্য মাদক সেবন করে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে। এদেরকে মাদকদ্রব্য থেকে ফিরিয়ে আনতে হবে বাবা-মাকে।’ এ সময় তিনি ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন একটি ভবন ও মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবন নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসিদুর রহমান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক গোলজার হোসেন, ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, শংকরচন্দ্র ইউপির প্যালেন চেয়ারম্যান শওকত মাহাম্মুদ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক ও খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু।
এ ছাড়াও উপস্থিত ছিলেন তেঁতুল শেখ কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য ও আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল মোতালেব, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, তেঁতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবর আলী, ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ, মহাম্মদজমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম শান্তি, যুগিরহুদা আবু হোসেন দাখিল মাদ্রাসার সভাপতি আকিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিলুয়ার হোসেন, শ্রমিক লীগের নেতা আফজালুল হক বিশ্বাস, আওয়ামী লীগের নেতা মিলন মিয়া, শেখ সেলিম, মসনাত উদ্দীন, রাকিবুল ইসলাম, সরোজগঞ্জ আন নুর ইসলামী একাডেমি স্কুলের সভাপতি জবির হোসেন, আক্কাস আলী, সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আউয়াল।