ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের জন্যই এই মেলার আয়োজন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯
  • / ৪৭১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস
বিশেষ প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিস্কারের অভিজ্ঞতা অর্জনের লক্ষে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ২৭টি প্রকল্প নিয়ে ৬০জন শিক্ষার্থীর ১৩টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের জন্যই এই মেলার আয়োজন। দেশের উন্নতি করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ৯০ এর দশকে শুরু হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজন অব্যাহত রয়েছে। বিজ্ঞানীদের আবিষ্কারের ফলেই সোলার প্যানেলের মাধ্যমে সেচ পাম্প, ফ্যান, লাইটসহ ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার হচ্ছে। আধুনিক আবিস্কারক বিজ্ঞানীদের মাধ্যমে সুন্দর বিজ্ঞানের জন্য, সুন্দর মানুষ দরকার। বর্তমান সরকার দিনবদলের অঙ্গীকার নিয়ে যে ভিশন ২০২১ ঘোষণা করেছে, তা বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা প্রয়োজন।’
পুলিশ সুপার বলেন, ‘গোটা জাতিকে বিজ্ঞান সম্মত করে গড়ে তোলার জন্য সমাজের কুসংস্কার দূর করতে হবে। বিজ্ঞানের যুগে আবিষ্কার বেড়েছে। বিজ্ঞানের প্রসারের কারণে বর্তমানে ঘরে বসেই শিক্ষা বিভাগে ভর্তি, ফলাফলসহ বিভিন্ন বিষয় সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এখন ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্সসহ একগুচ্ছ সুবিধা সৃষ্টির সাফল্য বিজ্ঞানের কল্যাণেই।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের জন্যই এই মেলার আয়োজন

আপলোড টাইম : ১০:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধনকালে ডিসি গোপাল চন্দ্র দাস
বিশেষ প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিস্কারের অভিজ্ঞতা অর্জনের লক্ষে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’।
গতকাল মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত মেলায় প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সার্বিক তত্ত্বাবধানে সদর উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের ২৭টি প্রকল্প নিয়ে ৬০জন শিক্ষার্থীর ১৩টি স্টল রয়েছে। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন বলেন, ‘শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান অর্জনের জন্যই এই মেলার আয়োজন। দেশের উন্নতি করতে হলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। ৯০ এর দশকে শুরু হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি মেলা আয়োজন অব্যাহত রয়েছে। বিজ্ঞানীদের আবিষ্কারের ফলেই সোলার প্যানেলের মাধ্যমে সেচ পাম্প, ফ্যান, লাইটসহ ইলেক্ট্রনিক সামগ্রী ব্যবহার হচ্ছে। আধুনিক আবিস্কারক বিজ্ঞানীদের মাধ্যমে সুন্দর বিজ্ঞানের জন্য, সুন্দর মানুষ দরকার। বর্তমান সরকার দিনবদলের অঙ্গীকার নিয়ে যে ভিশন ২০২১ ঘোষণা করেছে, তা বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা প্রয়োজন।’
পুলিশ সুপার বলেন, ‘গোটা জাতিকে বিজ্ঞান সম্মত করে গড়ে তোলার জন্য সমাজের কুসংস্কার দূর করতে হবে। বিজ্ঞানের যুগে আবিষ্কার বেড়েছে। বিজ্ঞানের প্রসারের কারণে বর্তমানে ঘরে বসেই শিক্ষা বিভাগে ভর্তি, ফলাফলসহ বিভিন্ন বিষয় সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এখন ঘরে বসেই পুলিশ ক্লিয়ারেন্সসহ একগুচ্ছ সুবিধা সৃষ্টির সাফল্য বিজ্ঞানের কল্যাণেই।’