ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শিক্ষক সংকট নিরসনে ক্লাস নেবেন বিভিন্ন দপ্তরের এক ডজন সরকারি কর্মকর্তা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭
  • / ৩৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সরকারি দু’টি বিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা ও বিনোদনের দিক দিয়ে এগিয়ে থাকলেও জেলাটি শিক্ষা ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। এ ধারা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। গতকাল বুধবার সকাল ১০টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত জেলার দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
শিক্ষক সংকট নিরসনে নিজ দায়িত্ব পালনের পর অবসর সময়ে বিদ্যালয়গুলোতে এসে পাঠদান করানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা সরকারি চাকরী করেন বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অন্যান্য কাজের পাশাপাশি একটু অবসর সময় কাটাতে চান তারা শিক্ষক সংকট নিরসনে ভূমিকা রাখতে পারেন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে রুটিন করে সেচ্ছায় কিছু সময় দিতে পারেন আপনারাও। এই পদ্ধতি বাস্তবায়িত লেখাপড়ার মানের মধ্যে অনেকটা ব্যবধান কমবে। শিক্ষকদের ও শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, গাইডভিক্তিক পড়ালেখা বন্ধ করে মুল পাঠ্যপুস্তুক ভিক্তিক পড়াশুনায় মনোযোগী করা যাবে, এবং কোচিং-প্রাইভেট বানিজ্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল ভীতি দুর করার জন্যই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত জেলা পরিষদ সচিব নূরজাহান খানমসহ ১২ জন বিসিএস ও ননবিসিএস সরকারি কর্মকর্তা সেচ্ছায় পাঠদানে শ্রম দেওয়ার সম্মতি প্রকাশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শিক্ষক সংকট নিরসনে ক্লাস নেবেন বিভিন্ন দপ্তরের এক ডজন সরকারি কর্মকর্তা

আপলোড টাইম : ০৯:২০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

চুয়াডাঙ্গার সরকারি দু’টি বিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: খেলাধুলা ও বিনোদনের দিক দিয়ে এগিয়ে থাকলেও জেলাটি শিক্ষা ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। এ ধারা থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। গতকাল বুধবার সকাল ১০টায় নিজ সম্মেলন কক্ষে আয়োজিত জেলার দু’টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
শিক্ষক সংকট নিরসনে নিজ দায়িত্ব পালনের পর অবসর সময়ে বিদ্যালয়গুলোতে এসে পাঠদান করানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা সরকারি চাকরী করেন বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অন্যান্য কাজের পাশাপাশি একটু অবসর সময় কাটাতে চান তারা শিক্ষক সংকট নিরসনে ভূমিকা রাখতে পারেন। বিদ্যালয়ের শিক্ষকদের সাথে রুটিন করে সেচ্ছায় কিছু সময় দিতে পারেন আপনারাও। এই পদ্ধতি বাস্তবায়িত লেখাপড়ার মানের মধ্যে অনেকটা ব্যবধান কমবে। শিক্ষকদের ও শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি পাবে, গাইডভিক্তিক পড়ালেখা বন্ধ করে মুল পাঠ্যপুস্তুক ভিক্তিক পড়াশুনায় মনোযোগী করা যাবে, এবং কোচিং-প্রাইভেট বানিজ্যের লাগাম টেনে ধরা সম্ভব হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল ভীতি দুর করার জন্যই এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ সময় মতবিনিময় সভায় উপস্থিত জেলা পরিষদ সচিব নূরজাহান খানমসহ ১২ জন বিসিএস ও ননবিসিএস সরকারি কর্মকর্তা সেচ্ছায় পাঠদানে শ্রম দেওয়ার সম্মতি প্রকাশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ, সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার মালাকার প্রমূখ।