ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শাহরুখ ফিরবেন শাহরুখের মতোই

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯
  • / ২২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেক্স :
বলিউডের বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে গত বছরের ডিসেম্বরে। ‘জিরো’ বক্স অফিস ও সমালোচক দুই জায়গাতেই গোল্লা পেয়েছে। এরপর শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ থেকে মুক্তি পেয়েছে নেটফ্লিক্স ভারতের অরিজিনাল সিরিজ ‘বার্ড অব ব্লাড’। সেটিও আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। ১৯৯২ সালে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ থেকে শুরু করে এর আগে কখনোই বলিউড থেকে এত দীর্ঘ ছুটি নেননি। অবশ্য তাঁর দিন ফুরিয়েছে, এ কথা মানতে চান না শাহরুখ। তবে তিনি যা-ই বলুন, সর্বশেষ পাঁচটি ছবির কোনটিতেই তিনি যেন ঠিক পুরোনো শাহরুখের মতো জ্বলে উঠতে পারেননি। বিরতি নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর বড় দুই ছেলেমেয়ে আরিয়ান আর সুহানা কীভাবে বড় হয়ে গেছে, তা তিনি টের পাননি। হঠাৎ লক্ষ করেছেন, তারা বড় হয়ে গেছে। এবার ছোট ছেলে আবরামের বড় হওয়া কাছ থেকে দেখতে চান। তাই এই বিরতি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ ভক্তদের ‘হ্যাশট্যাগ কাম ব্যাক শাহরুখ’ মুভমেন্ট শুরু হয়ে গেছে। এবার সুখবরের আভাস দিলেন শাহরুখ নিজেই। ডেকান ক্রনিকলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই-তিনটি স্ক্রিপ্ট দেখছেন শাহরুখ। শিগগিরই নতুন ছবির ঘোষণা দেবেন। টেড টকসের দ্বিতীয় সিজনের প্রথম অনুষ্ঠানে সাংবাদিকেরা শাহরুখ খানের কাছে তাঁর পরবর্তী প্রজেক্ট সম্পর্কে জানতে চান। শাহরুখ খান বলেন, ‘আমি সময় নিচ্ছি। প্রচুর ভাবছি। দুই-তিনটি স্ক্রিপ্টের ওপর কাজ করছি। আমি কাজ শুরু করার জন্য তৈরি। কিন্তু যাঁদের সঙ্গে কাজ করব, তাঁরা অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আর সব আনুষ্ঠানিকতা শেষ হলেই কাজ শুরু হবে। আগামী এক বা দুই মাসের ভেতর সবাই সব জানতে পারবে।’ আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৫৪ তম জন্মদিন। তবে কি সেদিনই নতুন ছবির খবর দেবেন শাহরুখ? ছয় মাস ধরে শাহরুখ অমুক পরিচালিত তমুক ছবিতে কাজ করবেন বলে নানা গুজব ছড়িয়েছে। এসব গুজব নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার কল্যাণে আমি জানতে পারলাম, আমি নাকি টারজানের ছবিতে কাজ করব। সত্যি বলতে কী, আমি আসলেই টারজান করতে চাই। কিন্তু না, দুঃখের বিষয় হলো এমন কোনো কথা হয়নি। আর আমি সবাইকে জানিয়ে কাজ করি। গুজব রটানোর কিছু নেই। আমিই জানিয়ে দেব।’ মাস দু-এক আগে গুজব রটেছিল, শাহরুখ খানকে নাকি এবার দেখা যাবে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানির ছবিতে। এরপর শোনা গেল, তিনি নাকি ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ ছবির পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করবেন। আর এসবের পরিপ্রেক্ষিতে শাহরুখ খান স্টার প্লাসের টেড টকসের মঞ্চে বললেন, ‘অনেক কিছু শোনা গেছে। তবে এবার গণমাধ্যমের কাছ থেকে আমি ভালো কিছু কাজের আইডিয়া পেয়েছি।’ শাহরুখের শেষ কয়েকটি ছবির কোনোটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখকে অনেক দিন ধরেই ঠিক শাহরুখের মতো করে পাওয়া যাচ্ছে না। তাই এবার ভেবেচিন্তে পা ফেলতে চান, যাতে পরিশ্রম আর প্রত্যাশার ফল মেলে। আর যাতে শাহরুখ, শাহরুখের মতোই ফিরতে পারেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শাহরুখ ফিরবেন শাহরুখের মতোই

আপলোড টাইম : ০৯:১৫:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০১৯

বিনোদন ডেক্স :
বলিউডের বাদশাহ শাহরুখ খানের সর্বশেষ ছবি মুক্তি পেয়েছে গত বছরের ডিসেম্বরে। ‘জিরো’ বক্স অফিস ও সমালোচক দুই জায়গাতেই গোল্লা পেয়েছে। এরপর শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ থেকে মুক্তি পেয়েছে নেটফ্লিক্স ভারতের অরিজিনাল সিরিজ ‘বার্ড অব ব্লাড’। সেটিও আশানুরূপ সাড়া জাগাতে পারেনি। ১৯৯২ সালে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ থেকে শুরু করে এর আগে কখনোই বলিউড থেকে এত দীর্ঘ ছুটি নেননি। অবশ্য তাঁর দিন ফুরিয়েছে, এ কথা মানতে চান না শাহরুখ। তবে তিনি যা-ই বলুন, সর্বশেষ পাঁচটি ছবির কোনটিতেই তিনি যেন ঠিক পুরোনো শাহরুখের মতো জ্বলে উঠতে পারেননি। বিরতি নেওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, তাঁর বড় দুই ছেলেমেয়ে আরিয়ান আর সুহানা কীভাবে বড় হয়ে গেছে, তা তিনি টের পাননি। হঠাৎ লক্ষ করেছেন, তারা বড় হয়ে গেছে। এবার ছোট ছেলে আবরামের বড় হওয়া কাছ থেকে দেখতে চান। তাই এই বিরতি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ ভক্তদের ‘হ্যাশট্যাগ কাম ব্যাক শাহরুখ’ মুভমেন্ট শুরু হয়ে গেছে। এবার সুখবরের আভাস দিলেন শাহরুখ নিজেই। ডেকান ক্রনিকলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই-তিনটি স্ক্রিপ্ট দেখছেন শাহরুখ। শিগগিরই নতুন ছবির ঘোষণা দেবেন। টেড টকসের দ্বিতীয় সিজনের প্রথম অনুষ্ঠানে সাংবাদিকেরা শাহরুখ খানের কাছে তাঁর পরবর্তী প্রজেক্ট সম্পর্কে জানতে চান। শাহরুখ খান বলেন, ‘আমি সময় নিচ্ছি। প্রচুর ভাবছি। দুই-তিনটি স্ক্রিপ্টের ওপর কাজ করছি। আমি কাজ শুরু করার জন্য তৈরি। কিন্তু যাঁদের সঙ্গে কাজ করব, তাঁরা অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত। আর সব আনুষ্ঠানিকতা শেষ হলেই কাজ শুরু হবে। আগামী এক বা দুই মাসের ভেতর সবাই সব জানতে পারবে।’ আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৫৪ তম জন্মদিন। তবে কি সেদিনই নতুন ছবির খবর দেবেন শাহরুখ? ছয় মাস ধরে শাহরুখ অমুক পরিচালিত তমুক ছবিতে কাজ করবেন বলে নানা গুজব ছড়িয়েছে। এসব গুজব নিয়ে তিনি বলেন, ‘মিডিয়ার কল্যাণে আমি জানতে পারলাম, আমি নাকি টারজানের ছবিতে কাজ করব। সত্যি বলতে কী, আমি আসলেই টারজান করতে চাই। কিন্তু না, দুঃখের বিষয় হলো এমন কোনো কথা হয়নি। আর আমি সবাইকে জানিয়ে কাজ করি। গুজব রটানোর কিছু নেই। আমিই জানিয়ে দেব।’ মাস দু-এক আগে গুজব রটেছিল, শাহরুখ খানকে নাকি এবার দেখা যাবে ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’, ‘সঞ্জু’ ছবির পরিচালক রাজকুমার হিরানির ছবিতে। এরপর শোনা গেল, তিনি নাকি ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ ছবির পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করবেন। আর এসবের পরিপ্রেক্ষিতে শাহরুখ খান স্টার প্লাসের টেড টকসের মঞ্চে বললেন, ‘অনেক কিছু শোনা গেছে। তবে এবার গণমাধ্যমের কাছ থেকে আমি ভালো কিছু কাজের আইডিয়া পেয়েছি।’ শাহরুখের শেষ কয়েকটি ছবির কোনোটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। শাহরুখকে অনেক দিন ধরেই ঠিক শাহরুখের মতো করে পাওয়া যাচ্ছে না। তাই এবার ভেবেচিন্তে পা ফেলতে চান, যাতে পরিশ্রম আর প্রত্যাশার ফল মেলে। আর যাতে শাহরুখ, শাহরুখের মতোই ফিরতে পারেন।