ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

শহর জুড়ে যত্রতত্র পোস্টার-ব্যানার- ফেস্টুন-বিলবোর্ড

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
  • / ৩৬৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: অবৈধ দেয়াল লিখন, পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান শহরের বেশ কয়েকটি পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, মাছ পট্টি, সরকারি কলেজ, সাহিত্য পরিষদ এলাকা এবং কোর্ট মোড়ে অভিযান চালিয়ে কয়েক’শ পোস্টার-ব্যানার ফেস্টুন এবং বিলবোর্ড নামিয়ে বিনষ্ট করা হয়। শ্রীহীন শহরকে নতুন রুপ দিতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।
অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ নিজ দায়িত্বে দ্রুত সরিয়ে না নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ব্যাপক অভিযান’ চালিয়ে তা উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। একই সঙ্গে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে হানা দেয়া হবে ও তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে বলে জানান তিনি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

শহর জুড়ে যত্রতত্র পোস্টার-ব্যানার- ফেস্টুন-বিলবোর্ড

আপলোড টাইম : ১১:২৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক: অবৈধ দেয়াল লিখন, পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা শুরু করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান শহরের বেশ কয়েকটি পয়েন্টে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, মাছ পট্টি, সরকারি কলেজ, সাহিত্য পরিষদ এলাকা এবং কোর্ট মোড়ে অভিযান চালিয়ে কয়েক’শ পোস্টার-ব্যানার ফেস্টুন এবং বিলবোর্ড নামিয়ে বিনষ্ট করা হয়। শ্রীহীন শহরকে নতুন রুপ দিতে এ অভিযান অব্যহত থাকবে বলে জানা গেছে।
অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ নিজ দায়িত্বে দ্রুত সরিয়ে না নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ব্যাপক অভিযান’ চালিয়ে তা উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। একই সঙ্গে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে হানা দেয়া হবে ও তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে বলে জানান তিনি।