ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লেবাননে শৈলকুপার সাজেদার আত্মহত্যা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • / ২৬৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহ অফিস: আত্মহত্যায় জেলার শীর্ষে থাকা শৈলকুপার এক নারী এবার লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে আত্মহত্যা করেছেন। এই নারীর নাম সাজেদা খাতুন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। গত পহেলা জানুয়ারি লেবাননের একটি শহরে গৃহ পরিচারিকা সাজেদা আত্মহত্যা করেন। লেবানন থেকে এ খবর নিশ্চিত করেন গৃহকর্তা মিরুন্নাহার তানিয়া। সাজেদার স্বামী নজরুল ইসলাম জানান, ৪ মাস আগে তার স্ত্রী একই গ্রামের লেবানন প্রবাসী মিরুন্নাহার তানিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজে যায়। কর্মরত অবস্থায় সাজেদার সাথে তানিয়া’র বনিবনা না হওয়ায় দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু গত পহেলা জানুয়ারী সাজেদা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে মিরুন্নাহার তানিয়া টেলিফোনে পরিবারকে খবর দেয়। সাজেদার মেয়ে রোজিনা খাতুন অভিযোগ করেন, তার মাকে মানুষিকভাবে নির্যাতন করায় হয়তো আত্মহত্যা করতে পারে। গ্রামবাসি জানায়, সাজেদা গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে বেড়াতো। সাজেদা একজন সহজ সরল মানুষ ছিলো। তাদের নিকট আত্মীয় মিরুন্নাহার তানিয়া দম্পতি সাজেদাকে ভুল বুঝিয়ে মোটা বেতনের কথা বলে বিদেশে নিয়ে যায়। ৪ মাস আগে লেবানন যায় সাজেদা। লেবাননে থাকা তানিয়ার পিতা স্কুল শিক্ষক রেজাউল ইসলাম জানান, সাজেদাকে ভুল বুঝিয়ে লেবানন পাঠানো হয়নি। বরং তার সাংসারিক স্বচ্ছলতা ফেরাতে নিজ ইচ্ছায় সে বিদেশ গেছে। তানিয়ার পিতা রেজাউল করিম জানান, লেবাননে ময়না তদন্ত শেষে সাজেদার লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশ কিছুই জানেন না বলে থানার ওসি আইয়ূবুর রহমান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লেবাননে শৈলকুপার সাজেদার আত্মহত্যা!

আপলোড টাইম : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯

ঝিনাইদহ অফিস: আত্মহত্যায় জেলার শীর্ষে থাকা শৈলকুপার এক নারী এবার লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে আত্মহত্যা করেছেন। এই নারীর নাম সাজেদা খাতুন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। গত পহেলা জানুয়ারি লেবাননের একটি শহরে গৃহ পরিচারিকা সাজেদা আত্মহত্যা করেন। লেবানন থেকে এ খবর নিশ্চিত করেন গৃহকর্তা মিরুন্নাহার তানিয়া। সাজেদার স্বামী নজরুল ইসলাম জানান, ৪ মাস আগে তার স্ত্রী একই গ্রামের লেবানন প্রবাসী মিরুন্নাহার তানিয়ার বাসায় গৃহপরিচারিকার কাজে যায়। কর্মরত অবস্থায় সাজেদার সাথে তানিয়া’র বনিবনা না হওয়ায় দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু গত পহেলা জানুয়ারী সাজেদা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে মিরুন্নাহার তানিয়া টেলিফোনে পরিবারকে খবর দেয়। সাজেদার মেয়ে রোজিনা খাতুন অভিযোগ করেন, তার মাকে মানুষিকভাবে নির্যাতন করায় হয়তো আত্মহত্যা করতে পারে। গ্রামবাসি জানায়, সাজেদা গ্রামের বিভিন্ন বাড়িতে কাজ করে বেড়াতো। সাজেদা একজন সহজ সরল মানুষ ছিলো। তাদের নিকট আত্মীয় মিরুন্নাহার তানিয়া দম্পতি সাজেদাকে ভুল বুঝিয়ে মোটা বেতনের কথা বলে বিদেশে নিয়ে যায়। ৪ মাস আগে লেবানন যায় সাজেদা। লেবাননে থাকা তানিয়ার পিতা স্কুল শিক্ষক রেজাউল ইসলাম জানান, সাজেদাকে ভুল বুঝিয়ে লেবানন পাঠানো হয়নি। বরং তার সাংসারিক স্বচ্ছলতা ফেরাতে নিজ ইচ্ছায় সে বিদেশ গেছে। তানিয়ার পিতা রেজাউল করিম জানান, লেবাননে ময়না তদন্ত শেষে সাজেদার লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশ কিছুই জানেন না বলে থানার ওসি আইয়ূবুর রহমান জানান।