ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লেখক হিসেবে তাহসানের আত্মপ্রকাশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদন:
‘আমি সেই সুতো হবো, যে তোমায় আলোকিত করে নিজেই জ্বলে যাবো’-গানের এমন কথার মতো করেই নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের লেখনী দিয়ে আলো ছড়াতেই গায়ক ও অভিনেতা পরিচয়ের বাইরে এবার তিনি আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে। প্রথমবারের মতো বই লিখেছেন এই গায়ক। বইটির নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে বলে জানান তাহসান। প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বাংলাদেশ জার্নালকে বলেন, এটি আমার প্রথম লেখা কোনো বই। নিজের জীবনের উপলব্দি নিয়েই এই লেখা। সত্যি বলতে আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। এই বই লেখার ক্ষেত্রেও তাই। এই বইটি লিখেছি আমার জীবনের ২০-২৫টি গল্প নিয়ে। বইটি সম্পর্কে তিনি আরও বলেন, মানুষের জীবনে বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কিভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে। মানুষ এটা পড়ে যেন বুঝে যে অনুভূতি নিয়ে আমাদের আরও অনেক বেশি কথা বলা উচিত। আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি কিন্তু অনুভূতি নিয়ে কথা বলি না। এই অনুভূতিটার চর্চা হলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লেখক হিসেবে তাহসানের আত্মপ্রকাশ

আপলোড টাইম : ০৯:০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১

বিনোদন প্রতিবেদন:
‘আমি সেই সুতো হবো, যে তোমায় আলোকিত করে নিজেই জ্বলে যাবো’-গানের এমন কথার মতো করেই নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। নিজের লেখনী দিয়ে আলো ছড়াতেই গায়ক ও অভিনেতা পরিচয়ের বাইরে এবার তিনি আত্মপ্রকাশ করছেন লেখক হিসেবে। প্রথমবারের মতো বই লিখেছেন এই গায়ক। বইটির নাম ‘অনুভূতির অভিধান’। আসছে বইমেলায় এটি অধ্যায়ন প্রকাশনী থেকে বের হবে বলে জানান তাহসান। প্রথমবার বই লেখা নিয়ে তাহসান বাংলাদেশ জার্নালকে বলেন, এটি আমার প্রথম লেখা কোনো বই। নিজের জীবনের উপলব্দি নিয়েই এই লেখা। সত্যি বলতে আমার যখন যেটা ভালো লাগে সেটাই করি। এই বই লেখার ক্ষেত্রেও তাই। এই বইটি লিখেছি আমার জীবনের ২০-২৫টি গল্প নিয়ে। বইটি সম্পর্কে তিনি আরও বলেন, মানুষের জীবনে বেড়ে উঠার সময়ে অনেক কিছুই শেখা হয়। আমার মনে হয় আমাদের সমাজের প্রেক্ষাপটে একটা জিনিসই কম শিখছি, সেটা হচ্ছে অনুভূতি কিভাবে ধারণ করতে হয়; সেটাকে কীভাবে প্রক্ষেপণ করতে হয়, অনুভূতির চরাই উৎরাই কীভাবে পার করতে হয় সেটা। এটা আমরা শিখি না কারণ, স্কুল-কলেজে এটা শেখানো হয়না, পরিবারেও খুব একটা হয় না। যার কারণে টিনেজ বয়সে কিংবা তার পরবর্তী বয়সে বিভিন্ন সময়ে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসে। আমার এই বইটা হচ্ছে একটা ‘কনভার্সেশন স্টার্টার’; যেন কথার শুরু হয়। আমি বলবো না যে এভাবেই শুরু করতে হবে! তবে আমি আমার গল্পের মাধ্যমে বলতে চাই যে, এভাবে শুরুটা হতে পারে। মানুষ এটা পড়ে যেন বুঝে যে অনুভূতি নিয়ে আমাদের আরও অনেক বেশি কথা বলা উচিত। আমাদের জীবনে আমরা অনেক কিছু নিয়ে কথা বলি কিন্তু অনুভূতি নিয়ে কথা বলি না। এই অনুভূতিটার চর্চা হলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।