ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

লকডাউন নিয়ে বিভ্রান্তি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / ২৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কিছু অনলাইনে চুয়াডাঙ্গার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড লকডাউন লেখা হয়েছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির গতকাল মঙ্গলবারের সভায় পুরোপুরিভাবে ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডকে লকডাউন করা হয়নি। সভায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত এলাকা অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে এলাকাভিত্তিক লকডাউন করা হবে বলে জানানো হয়। লকডাউনকৃত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখা এবং ওই এলাকার নিত্যপ্রয়োজনীয় দোকানপাটও বিকেল ৫টার পর বন্ধ থাকবে এটিও বলা হয়। তবে পুরোপুরি লকডাউন করা হয়নি এই তিনটি ওয়ার্ডকে। যে এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছে, সেই এলাকার কয়েকটি বাড়ি বা ওই মহল্লাকে লকডাউন করা হবে। আসলে যেটি গুচ্ছ পদ্ধতিতে লকডাউন। তবে, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

লকডাউন নিয়ে বিভ্রান্তি

আপলোড টাইম : ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় লকডাউন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বেশ কিছু অনলাইনে চুয়াডাঙ্গার ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড লকডাউন লেখা হয়েছে। কিন্তু করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত চুয়াডাঙ্গা জেলা কমিটির গতকাল মঙ্গলবারের সভায় পুরোপুরিভাবে ৪, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডকে লকডাউন করা হয়নি। সভায় চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত এলাকা অনুযায়ী গুচ্ছ পদ্ধতিতে এলাকাভিত্তিক লকডাউন করা হবে বলে জানানো হয়। লকডাউনকৃত এলাকায় নিত্যপ্রয়োজনীয় দোকানপাট বাদে সব ধরনের দোকানপাট বন্ধ রাখা এবং ওই এলাকার নিত্যপ্রয়োজনীয় দোকানপাটও বিকেল ৫টার পর বন্ধ থাকবে এটিও বলা হয়। তবে পুরোপুরি লকডাউন করা হয়নি এই তিনটি ওয়ার্ডকে। যে এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী আছে, সেই এলাকার কয়েকটি বাড়ি বা ওই মহল্লাকে লকডাউন করা হবে। আসলে যেটি গুচ্ছ পদ্ধতিতে লকডাউন। তবে, করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।