ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন : কক্সবাজারে মানবিক বিপর্যয়ের আশঙ্কা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭
  • / ৩১০ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: পর্যটন জেলা কক্সবাজারে খাদ্যাভাব ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, স্থানীয় বাসিন্দা ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবারের চাহিদা মেটানো স্থানীয় প্রশাসনের পক্ষে দুরূহ হয়ে পড়েছে। দেশের অন্যান্য স্থানে রোহিঙ্গাদের ছড়িয়েপড়া ঠেকাতে বাস, ট্রেনসহ সব যানবাহনের টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় এসব তথ্য উঠে এসেছে।
বৈঠকের কার্যপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আবদুল মালেকের সই করা এক প্রতিবেদনে বলা হয়, ‘মিয়ানমার থেকে প্রতিনিয়ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বর্তমান ও আগে অবস্থানকারী মিলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয়ের কারণে কক্সবাজারের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। যে কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ আশপাশের এলাকায় খাদ্যাভাব ও মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। ছড়িয়ে-ছিটিয়ে থাকায় তাদের ওপর পুলিশ, বিজিবিসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় বিভিম্ন দালালচক্র উদ্ভূত পরিস্থিতিতে তাদের আরও নিরাপত্তাহীন করে তুলেছে।’
এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে প্রচারিত বিভিন্ন সচিত্র প্রতিবেদন, নির্যাতনের চিত্র, ভিডিও ক্লিপস, পেপার ক্লিপসসহ তাদের বিষয়ে গৃহীত কার্যক্রম সংরক্ষণ করতে একটি বিশেষ আর্কাইভ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোহিঙ্গা সংকট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন : কক্সবাজারে মানবিক বিপর্যয়ের আশঙ্কা

আপলোড টাইম : ১১:২০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০১৭

সমীকরণ ডেস্ক: পর্যটন জেলা কক্সবাজারে খাদ্যাভাব ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছে, স্থানীয় বাসিন্দা ও মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের পর্যাপ্ত খাবারের চাহিদা মেটানো স্থানীয় প্রশাসনের পক্ষে দুরূহ হয়ে পড়েছে। দেশের অন্যান্য স্থানে রোহিঙ্গাদের ছড়িয়েপড়া ঠেকাতে বাস, ট্রেনসহ সব যানবাহনের টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত
সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে আলোচনায় এসব তথ্য উঠে এসেছে।
বৈঠকের কার্যপত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. আবদুল মালেকের সই করা এক প্রতিবেদনে বলা হয়, ‘মিয়ানমার থেকে প্রতিনিয়ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। বর্তমান ও আগে অবস্থানকারী মিলে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয়ের কারণে কক্সবাজারের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। যে কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ আশপাশের এলাকায় খাদ্যাভাব ও মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। রোহিঙ্গাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক। ছড়িয়ে-ছিটিয়ে থাকায় তাদের ওপর পুলিশ, বিজিবিসহ অন্য আইন প্রয়োগকারী সংস্থার নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় বিভিম্ন দালালচক্র উদ্ভূত পরিস্থিতিতে তাদের আরও নিরাপত্তাহীন করে তুলেছে।’
এদিকে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গাদের নিয়ে প্রচারিত বিভিন্ন সচিত্র প্রতিবেদন, নির্যাতনের চিত্র, ভিডিও ক্লিপস, পেপার ক্লিপসসহ তাদের বিষয়ে গৃহীত কার্যক্রম সংরক্ষণ করতে একটি বিশেষ আর্কাইভ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।