ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে জাপান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮
  • / ৩৬৯ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে জাপান সরকার মিয়ানমারের প্রচেষ্টাকে সমর্থন করবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সকল প্রকার সহায়তা করার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি মিয়ানমারে দুই সাংবাদিকদের সাজা হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তিনি। টোকিওতে জাপান, কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসের সম্মেলনে অং সান সুচির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। টোকিওতে সুচির সঙ্গে বৈঠক শেষে আবে সাংবাদিকদের জানান, এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই সংকট সমাধানে জাপান মিয়ানমার সরকার এবং তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে। জাপান সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাড়ি নির্মাণ করে দেয়ার ব্যবস্থাও করা হবে। এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংসতার অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য মিয়ানমার সরকার ফিলিপাইন এবং জাপানের সাবেক কুটনৈতিকসহ চার সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিটি বিষয়ে শিনজো আবে বলেছেন, সঠিক এবং যথাযথ তদন্তের জন্য একটি নিরপেক্ষ একটি প্যানেল প্রয়োজন বলে আমি মনে করি। এছাড়াও মিয়ানমারে রয়টার্সের দুইজন সাংবাদিককে সাত বছরের কারাদ- দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আবে। সুচি অবশ্য বলেছেন, মিয়ানমারের আইনের অধীনেই তাদেরকে সাজা দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে জাপানের মন্ত্রণালয়।।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করবে জাপান

আপলোড টাইম : ০৮:৪৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

বিশ্ব ডেস্ক: রোহিঙ্গা সংকট সমাধানে জাপান সরকার মিয়ানমারের প্রচেষ্টাকে সমর্থন করবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সকল প্রকার সহায়তা করার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি মিয়ানমারে দুই সাংবাদিকদের সাজা হওয়ার বিষয়টি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন তিনি। টোকিওতে জাপান, কম্বোডিয়া, মিয়ানমার ও লাওসের সম্মেলনে অং সান সুচির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। টোকিওতে সুচির সঙ্গে বৈঠক শেষে আবে সাংবাদিকদের জানান, এটি একটি জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। তবে এই সংকট সমাধানে জাপান মিয়ানমার সরকার এবং তাদের প্রচেষ্টাকে সমর্থন করবে। জাপান সরকারের পক্ষ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাড়ি নির্মাণ করে দেয়ার ব্যবস্থাও করা হবে। এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নৃশংসতার অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য মিয়ানমার সরকার ফিলিপাইন এবং জাপানের সাবেক কুটনৈতিকসহ চার সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে। তদন্ত কমিটি বিষয়ে শিনজো আবে বলেছেন, সঠিক এবং যথাযথ তদন্তের জন্য একটি নিরপেক্ষ একটি প্যানেল প্রয়োজন বলে আমি মনে করি। এছাড়াও মিয়ানমারে রয়টার্সের দুইজন সাংবাদিককে সাত বছরের কারাদ- দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আবে। সুচি অবশ্য বলেছেন, মিয়ানমারের আইনের অধীনেই তাদেরকে সাজা দেয়া হয়েছে। এমনটাই জানিয়েছে জাপানের মন্ত্রণালয়।।