ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোনালদোর হ্যাট্রিকে দুরন্ত জয় পর্তুগালের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
  • / ২৩৫ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক কেরিয়ারের নবম হ্যাট্রিকটি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দুরন্ত ফুটবলের সৌজন্যে বৃহস্পতিবার পর্তুগাল ৬-০ গোলে হারাল লিথুয়ানিয়াকে। উয়েফা ইউরো ২০২০-তে স্থান পাকা করা থেকে আর মাত্র একটি জয় দূরে তারা। উয়েফা ডট কমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, পর্তুগাল অধিনায়ক তার খাতা খোলেন বক্সের মধ্যে দুর্দান্ত এক স্পট কিকে। প্রথম গোলের খানকি বাদেই ২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। পরে আরও একটি গোল করেন তিনি। গঞ্জালোর পাস থেকে করা সেই গোলেই হ্যাট্রিক সম্পূর্ণ হয় সিআরসেভেনের। রোনালদো ছাড়াও এদিন গোল করেন পিজি, গঞ্জালো ও সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ ও ৫৬ মিনিটে গোল করেন পিজি ও গঞ্জালো। এরপর ৬৩ মিনিটে গোল করেন সিলভা। লিথুয়ানিয়া পর্তুগালের গোলের উদ্দেশে একটিও শট খেলতে পারেনি এদিন! সব মিলিয়ে আগাগোড়া আধিপত্য রেখে এই গুরুত্বপূর্ণ জয় পেল পর্তুগাল। তবে এই দুরন্ত জয়ের পরেও এখনও যোগ্যতা অর্জন করা হয়নি পর্তুগালের। সার্বিয়া লুক্সেমবার্গকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে গ্রæপ বি-র অন্য খেলায়। এদিনের তিন গোলের ফলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮-এ। সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গিয়েছেন ফুটবলের মহাতারকা। রবিবার লুক্সেমবার্গের বিরুদ্ধে জয় পেলেও উয়েফা ২০২০-তে খেলার যোগ্যতা অর্জন করবে পর্তুগাল। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, ‘আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। আমি বিরতির সময় দলকে বলি আরও গতি বাড়াতে, খেলাটা শেষ করে পরের ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করতেও বলে দিই। জানি রবিবারের প্রতিপক্ষ অন্য দল। ৭২ ঘণ্টার মধ্যে তৈরি হতে হবে। আপাতত লুক্সেমবার্গকে নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোনালদোর হ্যাট্রিকে দুরন্ত জয় পর্তুগালের

আপলোড টাইম : ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯

খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক কেরিয়ারের নবম হ্যাট্রিকটি করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দুরন্ত ফুটবলের সৌজন্যে বৃহস্পতিবার পর্তুগাল ৬-০ গোলে হারাল লিথুয়ানিয়াকে। উয়েফা ইউরো ২০২০-তে স্থান পাকা করা থেকে আর মাত্র একটি জয় দূরে তারা। উয়েফা ডট কমে প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, পর্তুগাল অধিনায়ক তার খাতা খোলেন বক্সের মধ্যে দুর্দান্ত এক স্পট কিকে। প্রথম গোলের খানকি বাদেই ২২ মিনিটে আসে দ্বিতীয় গোল। পরে আরও একটি গোল করেন তিনি। গঞ্জালোর পাস থেকে করা সেই গোলেই হ্যাট্রিক সম্পূর্ণ হয় সিআরসেভেনের। রোনালদো ছাড়াও এদিন গোল করেন পিজি, গঞ্জালো ও সিলভা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫২ ও ৫৬ মিনিটে গোল করেন পিজি ও গঞ্জালো। এরপর ৬৩ মিনিটে গোল করেন সিলভা। লিথুয়ানিয়া পর্তুগালের গোলের উদ্দেশে একটিও শট খেলতে পারেনি এদিন! সব মিলিয়ে আগাগোড়া আধিপত্য রেখে এই গুরুত্বপূর্ণ জয় পেল পর্তুগাল। তবে এই দুরন্ত জয়ের পরেও এখনও যোগ্যতা অর্জন করা হয়নি পর্তুগালের। সার্বিয়া লুক্সেমবার্গকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে গ্রæপ বি-র অন্য খেলায়। এদিনের তিন গোলের ফলে রোনালদোর গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯৮-এ। সেঞ্চুরির একদম কাছে পৌঁছে গিয়েছেন ফুটবলের মহাতারকা। রবিবার লুক্সেমবার্গের বিরুদ্ধে জয় পেলেও উয়েফা ২০২০-তে খেলার যোগ্যতা অর্জন করবে পর্তুগাল। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস জানিয়েছেন, ‘আমরা প্রথমার্ধে খুব ভালো খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। আমি বিরতির সময় দলকে বলি আরও গতি বাড়াতে, খেলাটা শেষ করে পরের ম্যাচ নিয়ে ভাবনাচিন্তা শুরু করতেও বলে দিই। জানি রবিবারের প্রতিপক্ষ অন্য দল। ৭২ ঘণ্টার মধ্যে তৈরি হতে হবে। আপাতত লুক্সেমবার্গকে নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।’