ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রোগীপ্রতি গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন চিকিৎসকরা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭
  • / ৩৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা……..

সমীকরণ ডেস্ক: প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগীদের সবচেয়ে কম সময় দেন বাংলাদেশের চিকিৎসকরা। রোগীপ্রতি গড়ে ১ মিনিটেরও কম সময় দিচ্ছেন তারা। চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণা বলছে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের চিকিৎসকরা রোগীপ্রতি ব্যয় করেন গড়ে মাত্র ৪৮ সেকেন্ড। যদিও মোটামুটি চিকিৎসাসেবা দিতেও রোগীপ্রতি কমপক্ষে গড়ে ১০ মিনিট সময় বরাদ্দ রাখা উচিত বলে জানান বিশেষজ্ঞরা। অনেক দেশের চিকিৎসকরা আবার এর চেয়েও বেশি সময় ব্যয় করছেন রোগীপ্রতি কনসালটেশনে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে সুইডেন। বিএমজেতে প্রকাশিত গবেষণার ফলাফলও বলছে, সুইডেনের চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা একজন রোগীর জন্য সময় বরাদ্দ রাখছেন ২২ মিনিটের বেশি।
গবেষণার জন্য ৬৭টি দেশের ১৯৪৬-২০১৬ পর্যন্ত ৭০ বছরের সংরক্ষিত তথ্য-উপাত্ত, জরিপ, স্টপওয়াচভিত্তিক পর্যবেক্ষণ, অডিও-ভিডিও টেপসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করেন গবেষকরা। তথ্য সংগ্রহে সহায়তা নেয়া হয়েছে বিভিন্ন দেশে জেনারেল প্রাকটিশনারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ন্যাশনাল কলেজেস,  একাডেমিজ অ্যান্ড একাডেমিক অ্যাসোসিয়েশনস অব জেনারেল প্রাকটিশনার্স/ফ্যামিলি ফিজিশিয়ানসের (ডব্লিউওএনসিএ) স্থানীয় সদস্যদের। এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও নিরাপদ ওষুধের প্রচারণায় কাজ করা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য র‌্যাশনাল ইউজ অব ড্রাগসের (ইউআইএনআরইউডি) ডাটাবেজের উপাত্ত ব্যবহার করেছেন গবেষকরা। সংগৃহীত এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে রোগীদের পেছনে চিকিৎসকদের সময় ব্যয়সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন যুক্তরাজ্য, পর্তুগাল ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সাতজন গবেষক। গত ৩১ জুলাই গবেষণাটি গৃহীত হয়। আর প্রকাশ করা হয় গত অক্টোবরে। এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় গবেষণা বলা হচ্ছে এটিকে।
২ কোটি ৮৫ লাখ কনসালটেশন পরীক্ষা করে গবেষকরা দেখিয়েছেন, রোগীপ্রতি ৫ মিনিটেরও কম সময় দেন ১৫টি দেশের চিকিৎসকরা। দেশগুলোর মধ্যে ভারতের চিকিৎসকরাও রোগীপ্রতি গড়ে দুই-আড়াই মিনিট সময় ব্যয় করেন। পাকিস্তানের রোগীদের জন্য সে দেশের চিকিৎসকরা বরাদ্দ রাখেন দেড় মিনিট সময়। চীনের রোগীরা তাদের চিকিৎসকদের কাছ থেকে পান ২ মিনিট সময়। আর বাংলাদেশের রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় তাদের চিকিৎসকদের কাছ থেকে পান পৌনে ১ মিনিটের কিছু বেশি সময়।
এ সময়কে কম বলে মানছে স্বাস্থ্য অধিদপ্তরও। জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, একজন রোগীকে ৪৮ সেকেন্ড সময় দেয়া অবশ্যই কম। এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে বিএমজেতে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে ১৯৯৩-৯৪ সালের তথ্যও রয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, রোগীপ্রতি সময় ব্যয়ে সবচেয়ে এগিয়ে স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেন। সেখানকার রোগীর পেছনে চিকিৎসকদের মাথাপিছু সময় ব্যয়ের পরিমাণ সাড়ে ২২ মিনিট। মোটামুটি এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের রোগীপ্রতি ব্যয়কৃত সময়ের পরিমাণ ২১ মিনিট। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চিকিৎসকরা রোগীদের সময় দিচ্ছেন যথাক্রমে ১০ ও ১৫ মিনিট করে। এশিয়ার দেশ সিঙ্গাপুরের চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগীদের দিচ্ছেন গড়ে সাড়ে ৯ মিনিট সময়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রোগীপ্রতি গড়ে ৪৮ সেকেন্ড সময় দেন চিকিৎসকরা

আপলোড টাইম : ১০:৩৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭

বাংলাদেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা……..

সমীকরণ ডেস্ক: প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগীদের সবচেয়ে কম সময় দেন বাংলাদেশের চিকিৎসকরা। রোগীপ্রতি গড়ে ১ মিনিটেরও কম সময় দিচ্ছেন তারা। চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণা বলছে, প্রাথমিক স্বাস্থ্যসেবায় বাংলাদেশের চিকিৎসকরা রোগীপ্রতি ব্যয় করেন গড়ে মাত্র ৪৮ সেকেন্ড। যদিও মোটামুটি চিকিৎসাসেবা দিতেও রোগীপ্রতি কমপক্ষে গড়ে ১০ মিনিট সময় বরাদ্দ রাখা উচিত বলে জানান বিশেষজ্ঞরা। অনেক দেশের চিকিৎসকরা আবার এর চেয়েও বেশি সময় ব্যয় করছেন রোগীপ্রতি কনসালটেশনে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে সুইডেন। বিএমজেতে প্রকাশিত গবেষণার ফলাফলও বলছে, সুইডেনের চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে আসা একজন রোগীর জন্য সময় বরাদ্দ রাখছেন ২২ মিনিটের বেশি।
গবেষণার জন্য ৬৭টি দেশের ১৯৪৬-২০১৬ পর্যন্ত ৭০ বছরের সংরক্ষিত তথ্য-উপাত্ত, জরিপ, স্টপওয়াচভিত্তিক পর্যবেক্ষণ, অডিও-ভিডিও টেপসহ বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করেন গবেষকরা। তথ্য সংগ্রহে সহায়তা নেয়া হয়েছে বিভিন্ন দেশে জেনারেল প্রাকটিশনারদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব ন্যাশনাল কলেজেস,  একাডেমিজ অ্যান্ড একাডেমিক অ্যাসোসিয়েশনস অব জেনারেল প্রাকটিশনার্স/ফ্যামিলি ফিজিশিয়ানসের (ডব্লিউওএনসিএ) স্থানীয় সদস্যদের। এর বাইরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও নিরাপদ ওষুধের প্রচারণায় কাজ করা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর দ্য র‌্যাশনাল ইউজ অব ড্রাগসের (ইউআইএনআরইউডি) ডাটাবেজের উপাত্ত ব্যবহার করেছেন গবেষকরা। সংগৃহীত এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে রোগীদের পেছনে চিকিৎসকদের সময় ব্যয়সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন যুক্তরাজ্য, পর্তুগাল ও ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের সাতজন গবেষক। গত ৩১ জুলাই গবেষণাটি গৃহীত হয়। আর প্রকাশ করা হয় গত অক্টোবরে। এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় গবেষণা বলা হচ্ছে এটিকে।
২ কোটি ৮৫ লাখ কনসালটেশন পরীক্ষা করে গবেষকরা দেখিয়েছেন, রোগীপ্রতি ৫ মিনিটেরও কম সময় দেন ১৫টি দেশের চিকিৎসকরা। দেশগুলোর মধ্যে ভারতের চিকিৎসকরাও রোগীপ্রতি গড়ে দুই-আড়াই মিনিট সময় ব্যয় করেন। পাকিস্তানের রোগীদের জন্য সে দেশের চিকিৎসকরা বরাদ্দ রাখেন দেড় মিনিট সময়। চীনের রোগীরা তাদের চিকিৎসকদের কাছ থেকে পান ২ মিনিট সময়। আর বাংলাদেশের রোগীরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় তাদের চিকিৎসকদের কাছ থেকে পান পৌনে ১ মিনিটের কিছু বেশি সময়।
এ সময়কে কম বলে মানছে স্বাস্থ্য অধিদপ্তরও। জানতে চাইলে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বণিক বার্তাকে বলেন, একজন রোগীকে ৪৮ সেকেন্ড সময় দেয়া অবশ্যই কম। এটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে বিএমজেতে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে ১৯৯৩-৯৪ সালের তথ্যও রয়েছে।
গবেষণার ফলাফল অনুযায়ী, রোগীপ্রতি সময় ব্যয়ে সবচেয়ে এগিয়ে স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেন। সেখানকার রোগীর পেছনে চিকিৎসকদের মাথাপিছু সময় ব্যয়ের পরিমাণ সাড়ে ২২ মিনিট। মোটামুটি এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের রোগীপ্রতি ব্যয়কৃত সময়ের পরিমাণ ২১ মিনিট। এছাড়া যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চিকিৎসকরা রোগীদের সময় দিচ্ছেন যথাক্রমে ১০ ও ১৫ মিনিট করে। এশিয়ার দেশ সিঙ্গাপুরের চিকিৎসকরা প্রাথমিক স্বাস্থ্যসেবায় রোগীদের দিচ্ছেন গড়ে সাড়ে ৯ মিনিট সময়।