ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে দু’সৌদি ইমামের সাক্ষাৎ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • / ৩০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার রোধে ইসলাম সম্পর্কে অপপ্রচার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যেকোনো পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশে সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধিদলের এই সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলাম ও মুসলমানদের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি) প্রতিষ্ঠা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে এটি এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করেন। ২০ বছর আগে বাংলাদেশে তাঁর সফরের উল্লেখ করে ড. আল খুজাইম বলেন, বর্তমানে বাংলাদেশের সার্বিক অগ্রগতি দেখে তিনি সত্যি বিস্মিত হয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রাষ্ট্রপতির সঙ্গে দু’সৌদি ইমামের সাক্ষাৎ

আপলোড টাইম : ০৫:১৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিস্তার রোধে ইসলাম সম্পর্কে অপপ্রচার বন্ধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। সৌদি আরবের মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মসজিদে নববীর ইমাম শায়খ ড. আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিম বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় সৌদি আরবের উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যেকোনো পদক্ষেপে সর্বাত্মক সহায়তা দেবে। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। বাংলাদেশে সৌদি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সৌদি প্রতিনিধিদলের এই সফর বন্ধুপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বিশ্বাস, ধর্ম, মূল্যবোধ এবং প্রত্যাশার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের মধ্যকার চমৎকার সম্পর্ক আরো জোরদার হবে। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দেয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলাম ও মুসলমানদের কল্যাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি) প্রতিষ্ঠা করেন। ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে এটি এখন উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের প্রশংসা করেন। ২০ বছর আগে বাংলাদেশে তাঁর সফরের উল্লেখ করে ড. আল খুজাইম বলেন, বর্তমানে বাংলাদেশের সার্বিক অগ্রগতি দেখে তিনি সত্যি বিস্মিত হয়েছেন।