ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজা মেরে রাজ্য দখল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
  • / ১৬৮ বার পড়া হয়েছে

– এম এ মামুন
রাজা মেরে রাজ্য দখল
হয় যে পঁচাত্তরে,
বঙ্গবন্ধুর সপরিবার
মরল ঘরে ঘরে।

কী কারণে মরল রাজা
না বলি সে কথা,
কারা ছিল খুনের সাথে
শুনলে ঘোরে মাথা।

স্বাধীন দেশে ভালোবেসে
থাকলে মিলেমিশে,
উন্নয়নের উঠলে জোয়ার
শত্রু ভেড়ে পাশে।

পড়শি রাজার কুচক্রে
বিপদগামী সেনা,
গদির নেশায় রাজার ওপর
করল তারা হানা।

খবর: (পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা)

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রাজা মেরে রাজ্য দখল

আপলোড টাইম : ০৮:৫৯:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০

– এম এ মামুন
রাজা মেরে রাজ্য দখল
হয় যে পঁচাত্তরে,
বঙ্গবন্ধুর সপরিবার
মরল ঘরে ঘরে।

কী কারণে মরল রাজা
না বলি সে কথা,
কারা ছিল খুনের সাথে
শুনলে ঘোরে মাথা।

স্বাধীন দেশে ভালোবেসে
থাকলে মিলেমিশে,
উন্নয়নের উঠলে জোয়ার
শত্রু ভেড়ে পাশে।

পড়শি রাজার কুচক্রে
বিপদগামী সেনা,
গদির নেশায় রাজার ওপর
করল তারা হানা।

খবর: (পঁচাত্তরের পনেরই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা)