ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রাজকীয় চেয়ারে বসলেন না খালেদা!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / ৩৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনযাত্রার ধরন একটু আয়েশী হওয়াই স্বাভাবিক। তিনি কোনো অনুষ্ঠানে যোগ দিলে সাধারণত সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা। তবে শনিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত একটি জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে তার জন্য বরাদ্দকৃত রাজকীয় চেয়ারে না বসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে বিএনপি। দিনব্যাপী চার পর্বের অধিবেশনের সমাপনী পর্বে বিকেল ৫টায় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। মঞ্চে ওঠার পর নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ করা হলেও তিনি আসন পরিবর্তন করতে সিএসএফ সদস্যদের নির্দেশদেন। পরে রাজকীয় চেয়ারটি সরিয়ে সাধারণ একটি চেয়ারে বসেন তিনি। চেয়ারপারসনের এমন আচরণে বিস্মিত হন উপস্থিত নেতাকর্মীরা। সিএসএফের এক সদস্য বলেন, ম্যাডামের জন্য যে চেয়ারটি রাখা হয়েছিল সেটি উঁচু ছিল তাই অপেক্ষকৃত ছোট চেয়ার দিতে বলেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সেমিনারের সঙ্গে সম্পৃক্ত রেখে যে চেয়ারে বসা উচিত সে চেয়ারেই ম্যাডাম বসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রাজকীয় চেয়ারে বসলেন না খালেদা!

আপলোড টাইম : ০৫:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭

নিজস্ব প্রতিবেদক: তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবনযাত্রার ধরন একটু আয়েশী হওয়াই স্বাভাবিক। তিনি কোনো অনুষ্ঠানে যোগ দিলে সাধারণত সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকেন আয়োজক সংগঠনের নেতাকর্মীরা। তবে শনিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত একটি জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে তার জন্য বরাদ্দকৃত রাজকীয় চেয়ারে না বসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় সেমিনারের আয়োজন করে বিএনপি। দিনব্যাপী চার পর্বের অধিবেশনের সমাপনী পর্বে বিকেল ৫টায় অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন। মঞ্চে ওঠার পর নির্ধারিত আসনে বসার জন্য অনুরোধ করা হলেও তিনি আসন পরিবর্তন করতে সিএসএফ সদস্যদের নির্দেশদেন। পরে রাজকীয় চেয়ারটি সরিয়ে সাধারণ একটি চেয়ারে বসেন তিনি। চেয়ারপারসনের এমন আচরণে বিস্মিত হন উপস্থিত নেতাকর্মীরা। সিএসএফের এক সদস্য বলেন, ম্যাডামের জন্য যে চেয়ারটি রাখা হয়েছিল সেটি উঁচু ছিল তাই অপেক্ষকৃত ছোট চেয়ার দিতে বলেন।
চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সেমিনারের সঙ্গে সম্পৃক্ত রেখে যে চেয়ারে বসা উচিত সে চেয়ারেই ম্যাডাম বসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।