ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯
  • / ২৭৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প:এবারের প্রতিপাদ্য 
সমীকরণ প্রতিবেদন:
ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নিমিত্তে ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’ আয়োজন করা হয়েছে। ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড যৌথ ভাবে এ আয়োজন করেছে। গতকাল বুধবার সকাল থেকে এ আয়োজন বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়নের ভূমি প্রশাসন।
চুয়াডাঙ্গা:
‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে সারা দেশের সঙ্গে একযোগে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’ শুরু হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড যৌথ ভাবে এ আয়োজন করেছে, বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভূমি প্রশাসন।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’র আলোচনায় বক্তারা- সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে জন্য ই-নামজারি সেবা প্রদান, আবেদন গ্রহণ, নিস্পত্তিকরণ, খাস জমির আবেদন গ্রহণ ও কবুলিয়ত প্রদান, রিভিউ ও মোকাদ্দমার আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ, সার্টিফিকেট মামলা সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত ব্যাংকারদের কার্যক্রম প্রদর্শণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভূমিসেবা কার্যক্রমের অন্তর্ভুক্তকরণ, অনলাইন জবাবদিহিতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়ন এ মেলার মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেলা চলবে বলে আয়োজক সূত্র জানায়।
আলমডাঙ্গা:


আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলার ১১ জন তহশীলদারগণ।
দামুড়হুদা:
দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা (১০-১৬ এপ্রিল) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) গাজী শামীমুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হায়দার আলী, নতিপোতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রকিবুল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম, কুড়–লগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, দর্শনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। সভায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সফল করতে সকলকে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির হারুন-অর রশিদ।
জীবননগর:
‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে জীবননগর ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা (ভূমি) কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ভূমি অফিসার আশরাফুলসহ অন্যান্যরা।
মেহেরপুর:


ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও ভূমি উন্নয়ন কর মেলার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আতাউল গনি সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সেবার মান নিশ্চিত করেন ও প্রচারপত্র বিলি করেন। এর পরে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর পৌর কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, শাকিল রাব্বি ইভান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি সামিউল হক, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ।
মুজিবনগর:
মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজলসহ ইউপি সদস্য, ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্কাউট সদস্য র‌্যালিতে অংশ নেন। পরে পরিষদ মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জমি খারিজ, নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রমের তথ্য প্রেজেন্টেশন করা হয়।
গাংনী:

গাংনীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেক। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার, জেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, শিক্ষা অফিসার আতাউর রহমান, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:


ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প চলবে। এছাড়াও ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ক নানা প্রচারণা করা হবে।
মহেশপুর:


“রাখব নিষ্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেপা ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬নং নেপা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহাজান আলী।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’

আপলোড টাইম : ০৯:৩৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প:এবারের প্রতিপাদ্য 
সমীকরণ প্রতিবেদন:
ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নিমিত্তে ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’ আয়োজন করা হয়েছে। ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড যৌথ ভাবে এ আয়োজন করেছে। গতকাল বুধবার সকাল থেকে এ আয়োজন বাস্তবায়ন করছে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়নের ভূমি প্রশাসন।
চুয়াডাঙ্গা:
‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে সারা দেশের সঙ্গে একযোগে চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’ শুরু হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়। এদিন সকাল ১০টায় সদর উপজেলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্পের উদ্বোধন করা হয়। ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন ও জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড যৌথ ভাবে এ আয়োজন করেছে, বাস্তবায়ন করছে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভূমি প্রশাসন।
পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নানসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর ক্যাম্প-২০১৯’র আলোচনায় বক্তারা- সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সে জন্য ই-নামজারি সেবা প্রদান, আবেদন গ্রহণ, নিস্পত্তিকরণ, খাস জমির আবেদন গ্রহণ ও কবুলিয়ত প্রদান, রিভিউ ও মোকাদ্দমার আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণ, সার্টিফিকেট মামলা সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত ব্যাংকারদের কার্যক্রম প্রদর্শণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভূমিসেবা কার্যক্রমের অন্তর্ভুক্তকরণ, অনলাইন জবাবদিহিতাসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করে তাদের অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নিমিত্ত ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়ন এ মেলার মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে মেলা চলবে বলে আয়োজক সূত্র জানায়।
আলমডাঙ্গা:


আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, যুব উন্নয়ন অফিসার আনিসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা, বিআরডিবি কর্মকর্তা সায়লা সারমিন, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলার ১১ জন তহশীলদারগণ।
দামুড়হুদা:
দামুড়হুদায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা (১০-১৬ এপ্রিল) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) গাজী শামীমুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক বশীর আহমেদ, দামুড়হুদা সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাবুদ্দীন, জুড়ানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হায়দার আলী, নতিপোতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রকিবুল আলম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কাশেম, কুড়–লগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রশিদ, দর্শনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা ইউনুস আলী, হাউলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। সভায় ভূমিসেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা সফল করতে সকলকে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধায়নে ছিলেন দামুড়হুদা উপজেলা ভূমি অফিসের নাজির হারুন-অর রশিদ।
জীবননগর:
‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যে জীবননগর ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগর উপজেলা (ভূমি) কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, ভূমি অফিসার আশরাফুলসহ অন্যান্যরা।
মেহেরপুর:


ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ উদ্যাপন উপলক্ষে মেহেরপুরে র‌্যালি, আলোচনা সভা ও ভূমি উন্নয়ন কর মেলার মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক আতাউল গনি সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। এ সময় তিনি মেলার স্টল পরিদর্শন করেন এবং সেবার মান নিশ্চিত করেন ও প্রচারপত্র বিলি করেন। এর পরে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সামিউল হক, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, মেহেরপুর পৌর কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, শাকিল রাব্বি ইভান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আতাউল গনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, সহকারী কমিশনার ভূমি সামিউল হক, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ।
মুজিবনগর:
মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা-২০১৯ এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল ফজলসহ ইউপি সদস্য, ভূমি অফিসের সকল কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্কাউট সদস্য র‌্যালিতে অংশ নেন। পরে পরিষদ মিলনয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জমি খারিজ, নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রমের তথ্য প্রেজেন্টেশন করা হয়।
গাংনী:

গাংনীতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এম এ খালেক। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার, জেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন, গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার আমিরুল ইসলাম, গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার ইমরুল হাসান, শিক্ষা অফিসার আতাউর রহমান, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ:


ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে কালেক্টরেট চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প চলবে। এছাড়াও ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ক নানা প্রচারণা করা হবে।
মহেশপুর:


“রাখব নিষ্কন্টক জমি-বাড়ি, করব সবাই ই-নামজারী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৬নং নেপা ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নেপা ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাজান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ৬নং নেপা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাহাজান আলী।