ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

রস জ্বালানো বান ভেঙে দিলেন দখলদার সবুর মন্ডল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩২২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দোস্তগ্রামের সরকারী খাস জমিতে ভূমিহীনের
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের সরকারী খাস জমি প্রভাবশালীর দখলে। ওই খাস জমিতে রস জ্বালানো বান তৈরি করেন ভূমিহীন গ্রাম পুলিশ আবিদ আলী। ওই জমি নিজের বলে দাবী করে বান তুলে নিতে বলেন প্রভাবশালী আব্দুস সবুর মন্ডল। এসময় জমিটি সরকারী খাস জমি বলে জানালে আবিদ আলীকে লাঞ্ছিত করেন তিনি। গত শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসুতিপাড়ায় সরকারের ৫০শতক খাস জমি রয়েছে। যেখানে জমির এক পাশে রাস্তা ও বাকি জমি প্রভাবশালী মৃত আরব আলী মন্ডলের ছেলে আব্দুস সবুর মন্ডল দখল করে বাঁশ বাগান করেছেন। সরকারী এ খাস জমির পাশেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভুমিহীন গ্রাম পুলিশ আবিদ আলী। সরকারী ওই খাস জমির কিছু অংশ ফাঁকা থাকায় আবিদ আলী সেখানে খেজুরের গুড় তৈরির বান করেন।
এসময় সবুর মন্ডল সেখান থেকে গুড়ের বান তুলে নিতে বললে আবিদ আলী ও তার পরিবারের লোকজন সরকারি খাস জমি উল্লেখ করে জায়গা ছাড়তে না চাইলে অকথ্য ভাষায় গালাগালি ও লাঞ্ছিত করেন তিনি। ওই জমি নিজের দাবী করে আবেদ আলীর রসের ভাড় ও গুড়ের বান ভেঙ্গে দেন বলে অভিযোগ পাওয়া গেছে সবুর মন্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, জায়গাটি সরকারী খাস জমি কিন্তু সবুর মন্ডল দীর্ঘদিন যাবত দখল করে বাঁশ বাগান করেছেন। এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতিকুল হক বলেন, জমিটির ম্যাপে রাস্তা দেখা গেছে। এবিষয়ে আমি শুনেছি এটা সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

রস জ্বালানো বান ভেঙে দিলেন দখলদার সবুর মন্ডল

আপলোড টাইম : ০৯:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮

চুয়াডাঙ্গার দোস্তগ্রামের সরকারী খাস জমিতে ভূমিহীনের
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের সরকারী খাস জমি প্রভাবশালীর দখলে। ওই খাস জমিতে রস জ্বালানো বান তৈরি করেন ভূমিহীন গ্রাম পুলিশ আবিদ আলী। ওই জমি নিজের বলে দাবী করে বান তুলে নিতে বলেন প্রভাবশালী আব্দুস সবুর মন্ডল। এসময় জমিটি সরকারী খাস জমি বলে জানালে আবিদ আলীকে লাঞ্ছিত করেন তিনি। গত শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসুতিপাড়ায় সরকারের ৫০শতক খাস জমি রয়েছে। যেখানে জমির এক পাশে রাস্তা ও বাকি জমি প্রভাবশালী মৃত আরব আলী মন্ডলের ছেলে আব্দুস সবুর মন্ডল দখল করে বাঁশ বাগান করেছেন। সরকারী এ খাস জমির পাশেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন ভুমিহীন গ্রাম পুলিশ আবিদ আলী। সরকারী ওই খাস জমির কিছু অংশ ফাঁকা থাকায় আবিদ আলী সেখানে খেজুরের গুড় তৈরির বান করেন।
এসময় সবুর মন্ডল সেখান থেকে গুড়ের বান তুলে নিতে বললে আবিদ আলী ও তার পরিবারের লোকজন সরকারি খাস জমি উল্লেখ করে জায়গা ছাড়তে না চাইলে অকথ্য ভাষায় গালাগালি ও লাঞ্ছিত করেন তিনি। ওই জমি নিজের দাবী করে আবেদ আলীর রসের ভাড় ও গুড়ের বান ভেঙ্গে দেন বলে অভিযোগ পাওয়া গেছে সবুর মন্ডলের বিরুদ্ধে। এ বিষয়ে এলাকাবাসী জানায়, জায়গাটি সরকারী খাস জমি কিন্তু সবুর মন্ডল দীর্ঘদিন যাবত দখল করে বাঁশ বাগান করেছেন। এ বিষয়ে বেগমপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আতিকুল হক বলেন, জমিটির ম্যাপে রাস্তা দেখা গেছে। এবিষয়ে আমি শুনেছি এটা সরেজমিনে পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।