ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যোগ্যতায় মিলল ১৮ জনের চাকরি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
  • / ২৯০ বার পড়া হয়েছে

মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ
মেহেরপুর অফিস:
মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর পুলিশ লাইনস রিজার্ভ অফিসে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী নয়জন পুরুষ ও নয়জন নারী চূড়ান্ত নিয়োগ পান। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ফুলের তোড়া দিয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে স্বাগত জানান। এর আগে দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। পরে দুপুর দুইটায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মোখিক পরীক্ষা শেষে রাত সাড়ে নয়টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ২৪ জুন অনুষ্ঠিত পরীক্ষায় ৩৯০ জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। যে ১৮ জন চাকরি পেলেন, তাঁরা সবাই তাঁদের যোগ্যতা প্রমাণ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যোগ্যতায় মিলল ১৮ জনের চাকরি

আপলোড টাইম : ১০:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯

মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ
মেহেরপুর অফিস:
মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর পুলিশ লাইনস রিজার্ভ অফিসে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঘোষিত ফলাফল অনুযায়ী নয়জন পুরুষ ও নয়জন নারী চূড়ান্ত নিয়োগ পান। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নতুন নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের ফুলের তোড়া দিয়ে পুলিশ বিভাগের পক্ষ থেকে স্বাগত জানান। এর আগে দুপুর ১২টায় প্রার্থীদের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। পরে দুপুর দুইটায় প্রাথমিকভাবে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মোখিক পরীক্ষা শেষে রাত সাড়ে নয়টার দিকে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। ২৪ জুন অনুষ্ঠিত পরীক্ষায় ৩৯০ জন চাকরি প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সম্পন্ন করা হয়েছে। যে ১৮ জন চাকরি পেলেন, তাঁরা সবাই তাঁদের যোগ্যতা প্রমাণ করেই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হলেন।