ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যুবককে পিটিয়ে জখম : থানায় অভিযোগ দায়ের

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • / ৩৯৫ বার পড়া হয়েছে

জীবননগরের লক্ষীপুরে মাদকব্যবসায় বাঁধা দেয়ায়
জীবননগর অফিস: জীবননগরে মাদকব্যবসায় বাধা দেয়ায় একজনকে পিটিয়ে জখম করেছে মাদকব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জীবননগরের লক্ষীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ডলফিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের লক্ষীপুর ব্রীজ মোড়ে লক্ষীপুর গ্রামের শাহজালালের ছেলে ডলফিন হোসেন (২৫) একই গ্রামের মৃত পটলার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হোসেন (২৮), সিদ্দিক হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০) পৌরসভার ৬নং ওয়ার্ডের হেজবুল্লাকে (২৪) মাদক বিক্রি করতে নিষেধ করে। এ সময় মাদকব্যবসায়ীরা ডলফিনের কথা না শুনে তার উপর হামলা চালায়। এসময় ডলফিন নিজের জীবন বাঁচাতে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ি ঘরের মহিলারা ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। হামলার শিকার ডলফিন জানান, এলাকায় প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করতে বাঁধা দিয়েছিলাম। তারই জেরে গতকাল মঙ্গলবার সারাদিন দিনমজুরের কাজ করে বাড়ি ফেরার সময় লক্ষীপুর ব্রীজ মোড়ে আগে থেকে উৎপেতে থাকা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল, জাহাঙ্গীর হোসেন ও হেজবুল্লাহ অতর্কিতভাবে আমার উপর হামলা করে। আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, হামলার ব্যপারে আহত ডলফিন জীবননগর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিক মাদক ব্যবসায়ীদের এহেন কান্ড দেখে এলাকার সচেতন মহল নির্বিকার হয়ে পড়েছেন। তাই এলাকার সচেতন মহল এ সমস্ত মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তুলেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যুবককে পিটিয়ে জখম : থানায় অভিযোগ দায়ের

আপলোড টাইম : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

জীবননগরের লক্ষীপুরে মাদকব্যবসায় বাঁধা দেয়ায়
জীবননগর অফিস: জীবননগরে মাদকব্যবসায় বাধা দেয়ায় একজনকে পিটিয়ে জখম করেছে মাদকব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে জীবননগরের লক্ষীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ডলফিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত ৮টার সময় জীবননগর পৌরসভার ৫ নং ওয়ার্ডের লক্ষীপুর ব্রীজ মোড়ে লক্ষীপুর গ্রামের শাহজালালের ছেলে ডলফিন হোসেন (২৫) একই গ্রামের মৃত পটলার ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হোসেন (২৮), সিদ্দিক হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০) পৌরসভার ৬নং ওয়ার্ডের হেজবুল্লাকে (২৪) মাদক বিক্রি করতে নিষেধ করে। এ সময় মাদকব্যবসায়ীরা ডলফিনের কথা না শুনে তার উপর হামলা চালায়। এসময় ডলফিন নিজের জীবন বাঁচাতে চিৎকার করলে পার্শ্ববর্তী বাড়ি ঘরের মহিলারা ছুটে আসেন এবং তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়। হামলার শিকার ডলফিন জানান, এলাকায় প্রকাশ্যে ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করতে বাঁধা দিয়েছিলাম। তারই জেরে গতকাল মঙ্গলবার সারাদিন দিনমজুরের কাজ করে বাড়ি ফেরার সময় লক্ষীপুর ব্রীজ মোড়ে আগে থেকে উৎপেতে থাকা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল, জাহাঙ্গীর হোসেন ও হেজবুল্লাহ অতর্কিতভাবে আমার উপর হামলা করে। আমাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, হামলার ব্যপারে আহত ডলফিন জীবননগর থানার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এদিক মাদক ব্যবসায়ীদের এহেন কান্ড দেখে এলাকার সচেতন মহল নির্বিকার হয়ে পড়েছেন। তাই এলাকার সচেতন মহল এ সমস্ত মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তুলেছেন।