ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যবিপ্রবি ছাত্রলীগের সম্পাদকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার : তদন্ত কমিটি গঠন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭
  • / ৩৬৮ বার পড়া হয়েছে

সমীকরণ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) হল দখল কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় জড়িত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শামীম হাসানসহ সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এসএম শামীম হাসান ও বিপ্লব কুমার দে (শান্ত), পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তানভীর ফয়সাল, শারীরিক শিক্ষক ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শির্ক্ষার্থী আল মামুন সিমন ও মাসুদুর রহমান রনি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তানিন ও আশিক খন্দকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের দলীয় পদপদবি উল্লেখ না করা হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বহিষ্কৃতদের মধ্যে এসএম শামীম হাসান যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বিপ্লব কুমার দে (শান্ত) যবিপ্রবির শহীদ মশিউর রহমান হল শাখার সভাপতি এবং অন্যরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মী।
এ ছাড়া এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজাকে। সদস্যরা হলেন- শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, রিজেন্ট বোর্ডের সদস্য ড. মো. ওমর ফারুক ও বিএনসিসির পরিচালক প্রভাস চন্দ্র রায়। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প ও উ) ড. আবদুর রউফকে। কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যবিপ্রবি ছাত্রলীগের সম্পাদকসহ ৭ শিক্ষার্থী বহিষ্কার : তদন্ত কমিটি গঠন

আপলোড টাইম : ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭

সমীকরণ ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) হল দখল কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় জড়িত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম শামীম হাসানসহ সাত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে রিজেন্ট বোর্ডের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন- জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী এসএম শামীম হাসান ও বিপ্লব কুমার দে (শান্ত), পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী তানভীর ফয়সাল, শারীরিক শিক্ষক ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শির্ক্ষার্থী আল মামুন সিমন ও মাসুদুর রহমান রনি এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তানিন ও আশিক খন্দকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কৃতদের দলীয় পদপদবি উল্লেখ না করা হলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বহিষ্কৃতদের মধ্যে এসএম শামীম হাসান যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বিপ্লব কুমার দে (শান্ত) যবিপ্রবির শহীদ মশিউর রহমান হল শাখার সভাপতি এবং অন্যরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মী।
এ ছাড়া এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. নাসিম রেজাকে। সদস্যরা হলেন- শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, রিজেন্ট বোর্ডের সদস্য ড. মো. ওমর ফারুক ও বিএনসিসির পরিচালক প্রভাস চন্দ্র রায়। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (প ও উ) ড. আবদুর রউফকে। কমিটিকে আগামী ১০ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই জড়িতদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।