ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যদি কাজ না শেখো, সনদ নিয়ে লাভ হবে না

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / ২৩৪ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনারে ইউএনও লিটন আলী
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ায় কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। তিনি বলেন, ‘বর্তমানে বৈশ্বিক অবস্থায় ছেলেদেরকে কারিগরি শিক্ষা দিয়ে স্কিল লেবার তৈরি করতে হবে। যারা বিভিন্ন দেশে আনস্কিল লেবার হিসেবে কাজ করছেন, তারা খুবই সমস্যার মধ্যে পড়েন। তাই আমি অনুরোধ করছি, তোমরা সবাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হও। তবে শুধু সনদ নিয়ে কোনো লাভ হবে না, যদি কাজ না শেখো।’
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিকদার আব্দুল হালিম। এ ছাড়া কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ছিলেন বিশেষ বক্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, আইডিইবি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইফতেখার উদ্দিন, আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, আলিম মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হারুন উর রশিদ ও পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন। প্রাইম পলিটেকনিকের শিক্ষক শামিম উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যদি কাজ না শেখো, সনদ নিয়ে লাভ হবে না

আপলোড টাইম : ০৯:৪০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০

আলমডাঙ্গায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনারে ইউএনও লিটন আলী
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ায় কারিগরি শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী। তিনি বলেন, ‘বর্তমানে বৈশ্বিক অবস্থায় ছেলেদেরকে কারিগরি শিক্ষা দিয়ে স্কিল লেবার তৈরি করতে হবে। যারা বিভিন্ন দেশে আনস্কিল লেবার হিসেবে কাজ করছেন, তারা খুবই সমস্যার মধ্যে পড়েন। তাই আমি অনুরোধ করছি, তোমরা সবাই কারিগরি শিক্ষায় শিক্ষিত হও। তবে শুধু সনদ নিয়ে কোনো লাভ হবে না, যদি কাজ না শেখো।’
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি সিকদার আব্দুল হালিম। এ ছাড়া কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ছিলেন বিশেষ বক্তা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, আইডিইবি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ইফতেখার উদ্দিন, আলমডাঙ্গা প্রাইম পলিটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, আলিম মাদ্রাসার সুপার সিরাজুল ইসলাম, ভোকেশনাল শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক হারুন উর রশিদ ও পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন। প্রাইম পলিটেকনিকের শিক্ষক শামিম উদ্দিনের উপস্থাপনায় অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম আজম, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান প্রমুখ।