ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

যত বাঁধায় আসুক উন্নয়নমূলক কাজ হবে

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • / ১৫৩ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় উঠান বৈঠকে পৌর মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু উঠান বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়ায় তিনি এ উঠান বৈঠক করেন।
উঠান বৈঠককালে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আমার পরিষদের নাম ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বর্তমান পরিষদে চুয়াডাঙ্গা পৌরসভায় যেসব উন্নয়মূলক কাজ করেছি, তা আগে কেউ কখনো করেনি। আমার পরিষদের মাধ্যমে সর্বোচ্চ কাজ হয়েছে। আমি শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে পৌরসভার উন্নয়নমূলক কাজ করছি। উন্নয়নমূলক কাজ নিয়ে আজ একটি কথা না বললেই নয়, আমার কাজে বারবার বাঁধা দেওয়া হয়ে থাকে। পৌরসভার উন্নয়নমূলক কাজ কেউ কেউ কখনো ঠিকভাবে করেনি। এখন ঠিকভাবে কাজ হচ্ছে দেখে হিংসায় তারা বাধা প্রদান করছে। আমি স্পষ্টভাবে তাঁদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যত বাঁধায় আসুক, চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নমূলক কাজ হবে এবং তা মানসম্পন্ন হবে।’
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এই উন্নয়ন এবং নাগরিক সেবার মানকে বৃদ্ধি করতে হলে আপনারা আপনাদের ভোট ভেবে চিন্তে দিবেন। যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। গত নির্বাচনে আপনারা আমার পাশে ছিলেন। এবারেও থাকবেন আমি সেই আশা করি। আমি মেয়র হওয়ার পরও কখনো পৌর মেয়র ভাবি না নিজেকে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখনো মেয়র হিসেবে বলিনি, বলেছি সেই আগের জিপু হয়েই। আমি আপনাদের জিপু ছিলাম, আছি এবং থাকব।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মল্লিক, ছাত্রলীগ নেতা হিমু, নাহিদ, আনিস, রাব্বি প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

যত বাঁধায় আসুক উন্নয়নমূলক কাজ হবে

আপলোড টাইম : ০৯:৫৯:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০

চুয়াডাঙ্গা কোর্টপাড়ায় উঠান বৈঠকে পৌর মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পুনরায় মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু উঠান বৈঠক করেছেন। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়ায় তিনি এ উঠান বৈঠক করেন।
উঠান বৈঠককালে পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভার ইতিহাসে আমার পরিষদের নাম ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বর্তমান পরিষদে চুয়াডাঙ্গা পৌরসভায় যেসব উন্নয়মূলক কাজ করেছি, তা আগে কেউ কখনো করেনি। আমার পরিষদের মাধ্যমে সর্বোচ্চ কাজ হয়েছে। আমি শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে পৌরসভার উন্নয়নমূলক কাজ করছি। উন্নয়নমূলক কাজ নিয়ে আজ একটি কথা না বললেই নয়, আমার কাজে বারবার বাঁধা দেওয়া হয়ে থাকে। পৌরসভার উন্নয়নমূলক কাজ কেউ কেউ কখনো ঠিকভাবে করেনি। এখন ঠিকভাবে কাজ হচ্ছে দেখে হিংসায় তারা বাধা প্রদান করছে। আমি স্পষ্টভাবে তাঁদের উদ্দেশ্যে বলে দিতে চাই, যত বাঁধায় আসুক, চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নমূলক কাজ হবে এবং তা মানসম্পন্ন হবে।’
এ সময় পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘এই উন্নয়ন এবং নাগরিক সেবার মানকে বৃদ্ধি করতে হলে আপনারা আপনাদের ভোট ভেবে চিন্তে দিবেন। যোগ্য প্রতিনিধি নির্বাচন করবেন। গত নির্বাচনে আপনারা আমার পাশে ছিলেন। এবারেও থাকবেন আমি সেই আশা করি। আমি মেয়র হওয়ার পরও কখনো পৌর মেয়র ভাবি না নিজেকে। আপনাদের সাথে কথা বলতে গিয়ে কখনো মেয়র হিসেবে বলিনি, বলেছি সেই আগের জিপু হয়েই। আমি আপনাদের জিপু ছিলাম, আছি এবং থাকব।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুমা আক্তার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মল্লিক, ছাত্রলীগ নেতা হিমু, নাহিদ, আনিস, রাব্বি প্রমুখ।