ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মোমিনপুরের আশির উদ্দিনের ময়নাতদন্ত শেষে দাফন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • / ৩৯০ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় যাত্রবাহী বাসের ধাক্কায় নিহত পাখিভ্যানচালক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের ধাক্কায় পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে আশির উদ্দিন (২৭) একজন পাখিভ্যান চালক। প্রতিদিনের ন্যয় সে সকাল ৯টার দিকে তার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাত সাড়ে ৮টার দিকে আবার বাড়ি ফিরছিল। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামক স্থানে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৪২৯০) পিছন দিক থেকে পাখিভ্যানে ধাক্কা দেয়। এ সময় পাখিভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আশির উদ্দিন প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। রাতে সড়কে টহলরত পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে আলমডাঙ্গার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তবরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান তাকে মৃত বলে ঘোষনা করে। প্রথমদিকে দূর্ঘটনায় নিহত লোকটির কোনো পরিচয় পাওয়া না গেলেও গতকাল বৃহস্পতিবার সকালে তার পরিচয় পাওয়া যায়। গতকাল নিহত আশির উদ্দিনের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয় এবং সন্ধায় তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তার পরিবারে স্ত্রীসহ ৪ বছরের এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেল। দূর্ঘটনার বিষয়ে নিহতর স্বজনেরা বলেন, আশির উদ্দিন খুব গরিব। পাখিভ্যান চালিয়ে সংসার চালায়। এখন তার চার বছরের ছোট মেয়েকে কিভাবে মানুষ করবে। এই বলে সবাই ভেঙে পড়েন। আর ঘাতক চুয়াডাঙ্গা ডিলাক্সের চালকের কঠিন শাস্তির দাবী জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মোমিনপুরের আশির উদ্দিনের ময়নাতদন্ত শেষে দাফন

আপলোড টাইম : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

আলমডাঙ্গায় যাত্রবাহী বাসের ধাক্কায় নিহত পাখিভ্যানচালক

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে পিছন দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের ধাক্কায় পাখিভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে আশির উদ্দিন (২৭) একজন পাখিভ্যান চালক। প্রতিদিনের ন্যয় সে সকাল ৯টার দিকে তার পাখিভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাত সাড়ে ৮টার দিকে আবার বাড়ি ফিরছিল। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল নামক স্থানে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৪২৯০) পিছন দিক থেকে পাখিভ্যানে ধাক্কা দেয়। এ সময় পাখিভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আশির উদ্দিন প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। রাতে সড়কে টহলরত পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে আলমডাঙ্গার পপুলার ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায় সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তবরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান তাকে মৃত বলে ঘোষনা করে। প্রথমদিকে দূর্ঘটনায় নিহত লোকটির কোনো পরিচয় পাওয়া না গেলেও গতকাল বৃহস্পতিবার সকালে তার পরিচয় পাওয়া যায়। গতকাল নিহত আশির উদ্দিনের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয় এবং সন্ধায় তার নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তার পরিবারে স্ত্রীসহ ৪ বছরের এক মেয়ে রয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেল। দূর্ঘটনার বিষয়ে নিহতর স্বজনেরা বলেন, আশির উদ্দিন খুব গরিব। পাখিভ্যান চালিয়ে সংসার চালায়। এখন তার চার বছরের ছোট মেয়েকে কিভাবে মানুষ করবে। এই বলে সবাই ভেঙে পড়েন। আর ঘাতক চুয়াডাঙ্গা ডিলাক্সের চালকের কঠিন শাস্তির দাবী জানান।