ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মোবাইল ফোন চার্জ না নিলে যা করবেন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৬:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ৩৫৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: অনেক সময় মোবাইল ফোন চার্জ নিতে সমস্যা করে। পাশাপাশি দেরিতে চার্জ হওয়া সহ একাধিক টুকটাক সমস্যা লেগেই থাকে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারী সার্ভিস সেন্টারে ফোন নিয়ে যান। কিন্তু কিছু ঘরোয়া টোটকা মেনে চললে নিজের সারিয়ে ফেলতে পারবেন ফোনের সমস্যা।জেনে নিন সেই টোটকাগুলি :

পাওয়ার সকেট পরিবর্তন করুন:ফোনের সমস্যার জন্য চার্জ নেয় না, এটা সবসময় হয় না। অনেক সময় বাহ্যিক কারণেও ফোন চার্জ নেয় না। যদি বোর্ডে চার্জার লাগিয়ে চার্জ দিয়ে থাকেন তাহলে পাওয়ার সকেট পরিবর্তন করুন। বা ইউএসবি দিয়ে কম্পিউটার থেকে চার্জ দিয়ে থাকলে পোর্ট পরিবর্তন করুন। তাতে মিটতে পারে চার্জিংয়ের সমস্যা। চার্জিং কেবল চেক করুন: চার্জিং কেবিল ভুলভাবে রাখার জন্য সেটি সমস্যা করে। ফলে সবসময় চার্জ নেয়না। কেবিল নাড়াচাড়া করলে তবেই সেটি চার্জ নেয়। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ হল চার্জিং কেবল ঠিক করে না রাখা। অনেকে চার্জিং কেবল মুড়ে রাখেন। ফলে তা সমস্যা করে। অ্যাডাপটর পরীক্ষা করুন: ফোন চার্জ না নিলে ফোনের অ্যাডাপটর পরীক্ষা করুন। অন্য একটি অ্যাডাপটরের মাধ্যমে ফোনটিকে চার্জ দিন। যদি তা না হয় তাহলে কম্পিউটারের সঙ্গে সংযোগ করে চার্জ দিন। ফোন বন্ধ করুন: অনেক সময় বিভিন্ন অ্যাপ বা গেমের জন্য ফোনের ব্যাটারি বেশি অপচয় হয়। ফলে চার্জ দেওয়ার সময় যতটা ফোন চার্জ হয় তার থেকে বেশি খরচ হয়। সেই ক্ষেত্রে ফোন বন্ধ করে চার্জ দিন।উপরের পদ্ধতিগুলো মানার পরও যদি ফোনের চার্জের সমস্যা না মেটে তাহলে ব্যাটারি পরিবর্তন করুন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মোবাইল ফোন চার্জ না নিলে যা করবেন

আপলোড টাইম : ০৬:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮

প্রযুক্তি ডেস্ক: অনেক সময় মোবাইল ফোন চার্জ নিতে সমস্যা করে। পাশাপাশি দেরিতে চার্জ হওয়া সহ একাধিক টুকটাক সমস্যা লেগেই থাকে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহারকারী সার্ভিস সেন্টারে ফোন নিয়ে যান। কিন্তু কিছু ঘরোয়া টোটকা মেনে চললে নিজের সারিয়ে ফেলতে পারবেন ফোনের সমস্যা।জেনে নিন সেই টোটকাগুলি :

পাওয়ার সকেট পরিবর্তন করুন:ফোনের সমস্যার জন্য চার্জ নেয় না, এটা সবসময় হয় না। অনেক সময় বাহ্যিক কারণেও ফোন চার্জ নেয় না। যদি বোর্ডে চার্জার লাগিয়ে চার্জ দিয়ে থাকেন তাহলে পাওয়ার সকেট পরিবর্তন করুন। বা ইউএসবি দিয়ে কম্পিউটার থেকে চার্জ দিয়ে থাকলে পোর্ট পরিবর্তন করুন। তাতে মিটতে পারে চার্জিংয়ের সমস্যা। চার্জিং কেবল চেক করুন: চার্জিং কেবিল ভুলভাবে রাখার জন্য সেটি সমস্যা করে। ফলে সবসময় চার্জ নেয়না। কেবিল নাড়াচাড়া করলে তবেই সেটি চার্জ নেয়। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ হল চার্জিং কেবল ঠিক করে না রাখা। অনেকে চার্জিং কেবল মুড়ে রাখেন। ফলে তা সমস্যা করে। অ্যাডাপটর পরীক্ষা করুন: ফোন চার্জ না নিলে ফোনের অ্যাডাপটর পরীক্ষা করুন। অন্য একটি অ্যাডাপটরের মাধ্যমে ফোনটিকে চার্জ দিন। যদি তা না হয় তাহলে কম্পিউটারের সঙ্গে সংযোগ করে চার্জ দিন। ফোন বন্ধ করুন: অনেক সময় বিভিন্ন অ্যাপ বা গেমের জন্য ফোনের ব্যাটারি বেশি অপচয় হয়। ফলে চার্জ দেওয়ার সময় যতটা ফোন চার্জ হয় তার থেকে বেশি খরচ হয়। সেই ক্ষেত্রে ফোন বন্ধ করে চার্জ দিন।উপরের পদ্ধতিগুলো মানার পরও যদি ফোনের চার্জের সমস্যা না মেটে তাহলে ব্যাটারি পরিবর্তন করুন।