ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মোবাইল চুরির অপবাদ দেয়ায় মাদরাসাছাত্রের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭
  • / ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মোবাইলফোন চুরির অপবাদ দেয়ায় চুয়াডাঙ্গা দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামের মাদরাসাছাত্র সোলাইমান বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বিষপান করে সে। তাকে উদ্ধার করে প্রথমে দর্শনার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সোলাইমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায় সোলাইমান। অপরদিকে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মাদরাসাছাত্র সবুজ বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। সবুজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদর উদ্দিনের ছেলে মাদরাসাছাত্র সোলাইমান হোসেন (২০) গতকাল রোববার সন্ধ্যায় বিষপান করে। প্রতিবেশী ও পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দর্শনার একটি ক্লিনিকে নেয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। এদিকে, সোলাইমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। সোলাইমানের রহস্যজনক মৃত্যু হওয়ায় তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে দাফন করা হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, মোবাইলফোন চুরির অপবাদ দেয়ার কারণে লজ্জায় বিষপান করে সোলাইমান। তবে, আত্মহত্যার প্রকৃত কারণ জানায়নি সোলাইমানের পরিবার। অপরদিকে, দামুড়হুদা লোকনাথপুরের মানিকের ছেলে সবুজ (১৮) বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে বিষপান করে সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। প্রেম ঘটিত বিষয়ে সে আত্মহত্যার অপচেষ্টা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মোবাইল চুরির অপবাদ দেয়ায় মাদরাসাছাত্রের আত্মহত্যা

আপলোড টাইম : ০৫:০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০১৭

নিজস্ব প্রতিবেদক: মোবাইলফোন চুরির অপবাদ দেয়ায় চুয়াডাঙ্গা দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামের মাদরাসাছাত্র সোলাইমান বিষপানে আত্মহত্যা করেছে। গতকাল রোববার সন্ধ্যায় বিষপান করে সে। তাকে উদ্ধার করে প্রথমে দর্শনার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সোলাইমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মারা যায় সোলাইমান। অপরদিকে, দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মাদরাসাছাত্র সবুজ বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে। সবুজের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বদর উদ্দিনের ছেলে মাদরাসাছাত্র সোলাইমান হোসেন (২০) গতকাল রোববার সন্ধ্যায় বিষপান করে। প্রতিবেশী ও পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে দর্শনার একটি ক্লিনিকে নেয়। সেখানে তাকে চিকিৎসা দেয়া হয়। এদিকে, সোলাইমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাত সাড়ে ৯টার দিকে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। সোলাইমানের রহস্যজনক মৃত্যু হওয়ায় তার লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ সোমবার ময়নাতদন্ত শেষে দাফন করা হতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, মোবাইলফোন চুরির অপবাদ দেয়ার কারণে লজ্জায় বিষপান করে সোলাইমান। তবে, আত্মহত্যার প্রকৃত কারণ জানায়নি সোলাইমানের পরিবার। অপরদিকে, দামুড়হুদা লোকনাথপুরের মানিকের ছেলে সবুজ (১৮) বিষপানে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বাড়ির পাশে একটি মাঠে বিষপান করে সে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। প্রেম ঘটিত বিষয়ে সে আত্মহত্যার অপচেষ্টা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি।