ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন করলেন ডিসি

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
  • / ১৯৩ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলার জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের উদ্বোধন শেষে জেলা প্রশাসক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, হাসিবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসামান গনি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গাংনী উপজেলা জয়লাভ করে। খেলায় গাংনী উপজেলা ২-১ গোলে মুজিবনগর উপজেলা দলকে পরাজিত করে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধন করলেন ডিসি

আপলোড টাইম : ০৯:৫৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ জেলা পর্যায়ের খেলার জমকালো উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আতাউল গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টের উদ্বোধন শেষে জেলা প্রশাসক খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক তৌহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, হাসিবুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসামান গনি, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য আনোয়ারুল হক শাহী প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় গাংনী উপজেলা জয়লাভ করে। খেলায় গাংনী উপজেলা ২-১ গোলে মুজিবনগর উপজেলা দলকে পরাজিত করে।