ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর ও দর্শনায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • / ৩৫৫ বার পড়া হয়েছে

মদসহ প্রায় দেড় লাখ টাকার ভারতীয় মালামাল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি মেহেরপুরের বুড়িপোতা ও শালিকা এবং চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ বোতল মদ, ০২টি ভারতীয় শাড়ী, ০৬টি শাল, ০৩টি ম্যাক্সি, ০৬টি ওয়ান পিচ, ০২টি জ্যাকেট, ০২টি শেরোয়ানি, ০২টি সুয়েটার, ০২টি প্যান্ট, ০২টি প্যান্ট পিচ, ০২টি নাইটি, ০২ জোড়া জুতা, ০৪ জোড়া লেদার মুজা, ০২টি রেজার, ০৪টি টাইগার পুতুল এবং ১৮টি কসমেটিকস যার আনুমানিক মূল্য ১,৪৬,৫০০/-(এক ছিচল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল আটক করেছে।
এর মধ্যে গত ২৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বাঁশ বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র। এদিকে, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার দিলবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অন্তর্গত শালিকা গ্রামের পুকুরপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ (বজলুর রহমান (৩৫), পিতা-মৃত মিখাইল, গ্রাম-শালিকা দক্ষিণপাড়া, থানা ও জেলা মেহেরপুর) ০৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা মাত্র।
অন্যদিকে, ৩০ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস ষ্টেশন নামক স্থান হতে ০২টি ভারতীয় শাড়ী, ০৬টি শাল, ০৩টি ম্যাক্সি, ০৬টি ওয়ান পিচ, ০২টি জ্যাকেট, ০২টি শেরোয়ানি, ০২টি সুয়েটার, ০২টি প্যান্ট, ০২টি প্যান্ট পিচ, ০২টি নাইটি, ০২ জোড়া জুতা, ০৪ জোড়া লেদার মুজা, ০২টি রেজার, ০৪টি টাইগার পুতুল এবং ১৮টি কসমেটিকস আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৪,০০০/-(এক লক্ষ্ চব্বিশ হাজার) টাকা মাত্র।
আটককৃত আসামীসহ মদ এবং অন্যান্য মালামাল থানা/কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর ও দর্শনায় বিজিবির চোরাচালান বিরোধী অভিযান

আপলোড টাইম : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮

মদসহ প্রায় দেড় লাখ টাকার ভারতীয় মালামাল আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবি মেহেরপুরের বুড়িপোতা ও শালিকা এবং চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ বোতল মদ, ০২টি ভারতীয় শাড়ী, ০৬টি শাল, ০৩টি ম্যাক্সি, ০৬টি ওয়ান পিচ, ০২টি জ্যাকেট, ০২টি শেরোয়ানি, ০২টি সুয়েটার, ০২টি প্যান্ট, ০২টি প্যান্ট পিচ, ০২টি নাইটি, ০২ জোড়া জুতা, ০৪ জোড়া লেদার মুজা, ০২টি রেজার, ০৪টি টাইগার পুতুল এবং ১৮টি কসমেটিকস যার আনুমানিক মূল্য ১,৪৬,৫০০/-(এক ছিচল্লিশ হাজার পাঁচশত) টাকার মালামাল আটক করেছে।
এর মধ্যে গত ২৯ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় বুড়িপোতা বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অন্তর্গত বুড়িপোতা গ্রামের বাঁশ বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র। এদিকে, গত ২৯ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বুড়িপোতা বিওপির টহল কমান্ডার হাবিলদার দিলবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার অন্তর্গত শালিকা গ্রামের পুকুরপাড়া নামক স্থান হতে ০১ জন আসামীসহ (বজলুর রহমান (৩৫), পিতা-মৃত মিখাইল, গ্রাম-শালিকা দক্ষিণপাড়া, থানা ও জেলা মেহেরপুর) ০৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৫০০/-(সাত হাজার পাঁচশত) টাকা মাত্র।
অন্যদিকে, ৩০ নভেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত দর্শনা বাস ষ্টেশন নামক স্থান হতে ০২টি ভারতীয় শাড়ী, ০৬টি শাল, ০৩টি ম্যাক্সি, ০৬টি ওয়ান পিচ, ০২টি জ্যাকেট, ০২টি শেরোয়ানি, ০২টি সুয়েটার, ০২টি প্যান্ট, ০২টি প্যান্ট পিচ, ০২টি নাইটি, ০২ জোড়া জুতা, ০৪ জোড়া লেদার মুজা, ০২টি রেজার, ০৪টি টাইগার পুতুল এবং ১৮টি কসমেটিকস আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৪,০০০/-(এক লক্ষ্ চব্বিশ হাজার) টাকা মাত্র।
আটককৃত আসামীসহ মদ এবং অন্যান্য মালামাল থানা/কাষ্টমস/মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।