ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
  • / ৪২৬ বার পড়া হয়েছে

দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির পাশাপাশি মানুষের মধ্যে সচেতনার বৃদ্ধির বিকল্প নেই
ডেস্ক রিপোর্ট: “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” ¯েøাগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে একেক দেশের দুর্যোগ একেক রকম। বর্তমান সরকারের বড় সফলতা আবহাওয়া অধিদপ্তরকে সময়োপযোগী করে তোলা। সাইক্লোন-দুর্যোগ মোকাবেলায় পৃথিবীতে বাংলাদেশ রোলমডেল। গত ১০ বছরে সরকারের ধারাবাহিক কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে। ভ‚মিকম্প দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে ২০১৫ সালের বিল্ডিং কোড মেনে সকলকে ভবন তৈরি করতে হবে। বজ্রপাত এখন দুর্যোগ হিসেবে রূপ নিয়েছে। এজন্য তালসহ বিভিন্ন প্রজাতির গাছ বেশি বেশি লাগাতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনার কোন বিকল্প নেই।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ বলেন, আমাদের দেশে প্রতিবছরে বন্যা একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। নদীগুলো ভরাট হয়ে নদীর প্রবাহ কমে যাচ্ছে। বন্যার পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এজন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ বলেন, আমরা নিজেরা সচেতন হলে দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কৃষি জমিকে অকৃষিকাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন। অথচ, তা না করে কৃষি জমিতে একের পর এক ভবন-স্থাপনা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী ১০ বছর পর কৃষি জমি সেভাবে খুঁজে পাওয়া যাবে না।’
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন হতে সহায়তা করব। তাহলে এদেশ দুর্যোগ প্রশমনে এগিয়ে যাবে।
সহকারি কমিশনার শিবানী সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এনজিও আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম ও যুব রেডক্রিসেন্ট সদস্য বিপ্লব হোসেন বক্তব্য রাখেন। বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনার উপর গুরুত্ব দেন।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে র‌্যালি শেষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সিমা শারমীন। অফিস সহকারি আব্দুল লতিফের পরিচালনায় বক্তব্য রাখেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশাবুল হক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ফায়ার সার্ভিস কর্মকর্তা ইলিয়াস আহমেদ, মৎস্য অফিস সহকারি খাইরুল, আজিজুল হক, রফিকুল ইসলাম ও সাইদ ইকবাল।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। দামুড়হুদা কানন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (দূর্যোগ ব্যবস্থাপনা) মো. নুরুজ্জামান, অফিস সহকারি সাইফুর রহমান মালিক, দামুড়হুদা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের নাজির ওমর ফারুক, কানন বিদ্যাপীঠের শিক্ষক হেদায়েতুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি বিপ্লব হোসেন, অফিস সহায়ক জাকির হোসেন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজির ওমর ফারুক।


মেহেরপুর অফিস জানিয়েছে, “কমাতে হলে সম্পদের ক্ষয়-ক্ষতি নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ওয়ালি উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, পলাশিপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রমূখ। পরে আন্তর্জাতিক প্রশমন দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু সালেহ মো. হাসনাতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস

আপলোড টাইম : ১২:৫৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির পাশাপাশি মানুষের মধ্যে সচেতনার বৃদ্ধির বিকল্প নেই
ডেস্ক রিপোর্ট: “কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি” ¯েøাগানে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেন, ভৌগলিক অবস্থানগত কারণে একেক দেশের দুর্যোগ একেক রকম। বর্তমান সরকারের বড় সফলতা আবহাওয়া অধিদপ্তরকে সময়োপযোগী করে তোলা। সাইক্লোন-দুর্যোগ মোকাবেলায় পৃথিবীতে বাংলাদেশ রোলমডেল। গত ১০ বছরে সরকারের ধারাবাহিক কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে। ভ‚মিকম্প দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে ২০১৫ সালের বিল্ডিং কোড মেনে সকলকে ভবন তৈরি করতে হবে। বজ্রপাত এখন দুর্যোগ হিসেবে রূপ নিয়েছে। এজন্য তালসহ বিভিন্ন প্রজাতির গাছ বেশি বেশি লাগাতে হবে। দুর্যোগের পূর্ব প্রস্তুতি যত বেশি নেয়া যাবে, দুর্যোগের ক্ষয়ক্ষতি তত কমিয়ে আনা সম্ভব। এজন্য মানুষের মধ্যে সচেতনার কোন বিকল্প নেই।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ বলেন, আমাদের দেশে প্রতিবছরে বন্যা একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়েছে। নদীগুলো ভরাট হয়ে নদীর প্রবাহ কমে যাচ্ছে। বন্যার পানি ঢুকে পড়ছে লোকালয়ে। এজন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ বলেন, আমরা নিজেরা সচেতন হলে দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। কৃষি জমিকে অকৃষিকাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নেয়ার প্রয়োজন। অথচ, তা না করে কৃষি জমিতে একের পর এক ভবন-স্থাপনা তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী ১০ বছর পর কৃষি জমি সেভাবে খুঁজে পাওয়া যাবে না।’
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন বলেন, আমরা নিজেরা সচেতন হব এবং অন্যকে সচেতন হতে সহায়তা করব। তাহলে এদেশ দুর্যোগ প্রশমনে এগিয়ে যাবে।
সহকারি কমিশনার শিবানী সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার আমজাদ হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চুয়াডাঙ্গার উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এনজিও আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা শাহেদ হাসান হালিম ও যুব রেডক্রিসেন্ট সদস্য বিপ্লব হোসেন বক্তব্য রাখেন। বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনার উপর গুরুত্ব দেন।


আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে র‌্যালি শেষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) সিমা শারমীন। অফিস সহকারি আব্দুল লতিফের পরিচালনায় বক্তব্য রাখেন উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলু, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আশাবুল হক, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ্ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, ফায়ার সার্ভিস কর্মকর্তা ইলিয়াস আহমেদ, মৎস্য অফিস সহকারি খাইরুল, আজিজুল হক, রফিকুল ইসলাম ও সাইদ ইকবাল।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি বের করা হয়। দামুড়হুদা কানন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপ-সহকারি প্রকৌশলী (দূর্যোগ ব্যবস্থাপনা) মো. নুরুজ্জামান, অফিস সহকারি সাইফুর রহমান মালিক, দামুড়হুদা ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের নাজির ওমর ফারুক, কানন বিদ্যাপীঠের শিক্ষক হেদায়েতুল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারি বিপ্লব হোসেন, অফিস সহায়ক জাকির হোসেন প্রমূখ। সার্বিক সহযোগিতায় ছিলেন নাজির ওমর ফারুক।


মেহেরপুর অফিস জানিয়েছে, “কমাতে হলে সম্পদের ক্ষয়-ক্ষতি নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্য দিয়ে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৮ পালন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক আতাউল গনির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেখ ফরিদ আহমেদ, (রাজস্ব) তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার ওয়ালি উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ব্রাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, পলাশিপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম প্রমূখ। পরে আন্তর্জাতিক প্রশমন দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘কমাতে হলে সম্পদের ক্ষতি, নিতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু সালেহ মো. হাসনাতসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।