ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে হিরোইন রাখার দায়ে স্বামী-স্ত্রীর ১০ বছর জেল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮
  • / ৩২০ বার পড়া হয়েছে

মেহেরপুর প্রতিনিধি: হিরোইন রাখার দায়ে মেহেরপুর দিঘিরপাড়ার আলোচিত হিরোইন ব্যবসায়ী বাদল ও তার স্ত্রী ডলিকে ১০ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জজ নুরুল ইসলাম এ রায় দেন। বাদল পলাতক থাকায় তার আটকের দিন থেকে তার শাস্তি শুরু হবে। অপরদিকে বাদলের স্ত্রী ডলি যে কয়দিন সাজা ভোগ করেছে, তা বাদ দিয়ে সাজা শুরু হবে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ অক্টোবর রাতে মেহেরপুর সদর থানার এসআই শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গোপন সূত্রে খবরের উপর ভিত্তি করে মেহেরপুর শহরের দিঘির পাড়ার আজমত এর ছেলে বাদলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হিরোইনসহ বাদল ও তার স্ত্রী ডলিকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ২০ মেহেরপুর থানা। জিআর কেস নং- ৬৯/১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে এসআই বাবুল আক্তার ২০১৩ সালের ২৩ নভেম্বর চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ দেন। এতে আসামীদ্বয় দোষী প্রমানিত হওয়ায় আদালত তাদের ১০ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অন্যদায়ে আরো ১ বছরের করে কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে এ্যাড. সাথী বোস কৌশুলী ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে হিরোইন রাখার দায়ে স্বামী-স্ত্রীর ১০ বছর জেল

আপলোড টাইম : ১১:৪২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮

মেহেরপুর প্রতিনিধি: হিরোইন রাখার দায়ে মেহেরপুর দিঘিরপাড়ার আলোচিত হিরোইন ব্যবসায়ী বাদল ও তার স্ত্রী ডলিকে ১০ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জজ নুরুল ইসলাম এ রায় দেন। বাদল পলাতক থাকায় তার আটকের দিন থেকে তার শাস্তি শুরু হবে। অপরদিকে বাদলের স্ত্রী ডলি যে কয়দিন সাজা ভোগ করেছে, তা বাদ দিয়ে সাজা শুরু হবে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২১ অক্টোবর রাতে মেহেরপুর সদর থানার এসআই শরজিৎ কুমার ঘোষের নেতৃত্বে গোপন সূত্রে খবরের উপর ভিত্তি করে মেহেরপুর শহরের দিঘির পাড়ার আজমত এর ছেলে বাদলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৭ গ্রাম হিরোইনসহ বাদল ও তার স্ত্রী ডলিকে আটক করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ২০ মেহেরপুর থানা। জিআর কেস নং- ৬৯/১৩। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে এসআই বাবুল আক্তার ২০১৩ সালের ২৩ নভেম্বর চার্জশীট দাখিল করেন। মামলায় মোট ৯ জন সাক্ষী তাদের সাক্ষ দেন। এতে আসামীদ্বয় দোষী প্রমানিত হওয়ায় আদালত তাদের ১০ বছর করে কারাদন্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অন্যদায়ে আরো ১ বছরের করে কারাদন্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহীদ এবং আসামী পক্ষে এ্যাড. সাথী বোস কৌশুলী ছিলেন।