ইপেপার । আজমঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯
  • / ২৪৯ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার তাঁতীপাড়া সড়কের সংস্কার ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম পালুকে নিয়ে এ সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ। উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রকল্পের মাধ্যমে পৌর মেয়র নিজ উদ্যোগে এবং সাবেক উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করায় এলাকার মানুষ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানিয়েছেন। সড়ক সংস্কারকাজের নির্মাণ ব্যয় ৪০ লাখ ৭ হাজার ৫৫ টাকা ও আরসিসি ড্রেন নির্মাণের ব্যয় ২৪ লাখ ৯৩ হাজার ৬৫৫ টাকা ধরা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণকাজ উদ্বোধন

আপলোড টাইম : ০৯:৫৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯

মেহেরপুর অফিস:
তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার তাঁতীপাড়া সড়কের সংস্কার ও আরসিসি ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম পালুকে নিয়ে এ সড়ক সংস্কারকাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে বক্তব্য দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক পৌর ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার আমিরুল ইসলাম পালু, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক আলামিন হোসেন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন প্রমুখ। উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়। উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে এই সড়কটির সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। প্রকল্পের মাধ্যমে পৌর মেয়র নিজ উদ্যোগে এবং সাবেক উপজেলা চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে এ কাজের উদ্বোধন করায় এলাকার মানুষ পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনকে অভিনন্দন জানিয়েছেন। সড়ক সংস্কারকাজের নির্মাণ ব্যয় ৪০ লাখ ৭ হাজার ৫৫ টাকা ও আরসিসি ড্রেন নির্মাণের ব্যয় ২৪ লাখ ৯৩ হাজার ৬৫৫ টাকা ধরা হয়েছে।