ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে বোমা সদৃশ বস্তুটি হয়নি নিষ্ক্রিয়!

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • / ২০১ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে দুই দিন ধরে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল এসে এক্সরে মেশিন ও বোমা সদৃশ বস্তুটি বহন করার মতো ব্যাগ না থাকায় ফিরে গেছে। গতকাল শুক্রবার সকালে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ একটি দল আসার কথা ছিল, কিন্তু এখনও এসে পৌঁছায়নি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট রওনা দিবেন। আজ শনিবার সকালে তারা এটি পর্যবেক্ষণ করে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিষ্ক্রিয় করা হবে। বোমার পাশে একটি চিরকুটে হাতে লেখা আনসারুল ইসলাম নামের জঙ্গি দলের নাম রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচীরের সঙ্গে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে ব্যাগের ভেতরে একটি ইলেকট্রিক ডিভাইজযুক্ত বোমা দেখতে পায়। পাশে একটি হাতে লেখা চিরকুট পায় পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, ‘জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক ডিভাউজযুক্ত বোমা সদৃশ বস্তু আমরা উদ্ধার করেছি। আসলে এটা বোমা কি না, সেটা বোম ডিস্পোজল ইউনিট আসলে জানতে পারব। আমরা ধারনা করছি, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে আনসারুল ইসলাম দল। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে বোমা সদৃশ বস্তুটি হয়নি নিষ্ক্রিয়!

আপলোড টাইম : ১০:৩০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুর শহরে জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশে দুই দিন ধরে একটি ইলেকট্রিক ডিভাউজ যুক্ত বোমা সদৃশ বস্তু ঘিরে রেখেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল এসে এক্সরে মেশিন ও বোমা সদৃশ বস্তুটি বহন করার মতো ব্যাগ না থাকায় ফিরে গেছে। গতকাল শুক্রবার সকালে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ একটি দল আসার কথা ছিল, কিন্তু এখনও এসে পৌঁছায়নি।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন জানান, শুক্রবার রাতে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম ইউনিট রওনা দিবেন। আজ শনিবার সকালে তারা এটি পর্যবেক্ষণ করে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং নিষ্ক্রিয় করা হবে। বোমার পাশে একটি চিরকুটে হাতে লেখা আনসারুল ইসলাম নামের জঙ্গি দলের নাম রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিকে অফিসের কর্মচারীরা গেটের পাশে প্রাচীরের সঙ্গে একটি ব্যাগে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে ব্যাগের ভেতরে একটি ইলেকট্রিক ডিভাইজযুক্ত বোমা দেখতে পায়। পাশে একটি হাতে লেখা চিরকুট পায় পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, ‘জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের গেটের পাশ থেকে একটি ইলেকট্রিক ডিভাউজযুক্ত বোমা সদৃশ বস্তু আমরা উদ্ধার করেছি। আসলে এটা বোমা কি না, সেটা বোম ডিস্পোজল ইউনিট আসলে জানতে পারব। আমরা ধারনা করছি, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ রেখে যেতে পারে। উদ্ধার হওয়া চিরকুটে হাতে লেখা রয়েছে আনসারুল ইসলাম দল। এটা নিয়েও আমরা তদন্ত শুরু করেছি।’