ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে পানিতে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / ২২৮ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
সেউটিয়া নদীর পানিতে ডুবে ইরাজ আলী (৬০) নামের একজন মৎস্যজীবী মারা গেছেন। নিহত ইরাজ আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেউটিয়া নদীর হিজুলী গ্রাম এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ইরাজ উদ্দীনের ছেলে কামাল হোসেন জানান, বাবা সকালের দিকে জাল দিয়ে মাছ ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করে আবারো দুপুরের দিকে মাছ ধরতে যান। হয়ত কোনো এক সময় টিনের তৈরি ডোঙার ওপর থেকে পানিতে পড়ে মারা যান তিনি। পরিবারের লোকজন প্রথম দিকে তিনি বাজারে মাছ বিক্রি করছেন, এমনটি ভেবে খোঁজ নেয়নি। সন্ধ্যার দিকে তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে হিজুলী গ্রাম এলাকায় তাঁর ব্যবহৃত ডোঙাটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোঙার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে পানিতে ডুবে মৎস্যজীবীর মৃত্যু

আপলোড টাইম : ০৯:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০

মেহেরপুর অফিস:
সেউটিয়া নদীর পানিতে ডুবে ইরাজ আলী (৬০) নামের একজন মৎস্যজীবী মারা গেছেন। নিহত ইরাজ আলী মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শেখপাড়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেউটিয়া নদীর হিজুলী গ্রাম এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। নিহত ইরাজ উদ্দীনের ছেলে কামাল হোসেন জানান, বাবা সকালের দিকে জাল দিয়ে মাছ ধরার পর স্থানীয় বাজারে বিক্রি করে আবারো দুপুরের দিকে মাছ ধরতে যান। হয়ত কোনো এক সময় টিনের তৈরি ডোঙার ওপর থেকে পানিতে পড়ে মারা যান তিনি। পরিবারের লোকজন প্রথম দিকে তিনি বাজারে মাছ বিক্রি করছেন, এমনটি ভেবে খোঁজ নেয়নি। সন্ধ্যার দিকে তাঁকে খোঁজাখুঁজির একপর্যায়ে হিজুলী গ্রাম এলাকায় তাঁর ব্যবহৃত ডোঙাটি দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোঙার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।