ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে তাঁতী লীগের সম্পাদক পাভেলের আত্মহত্যা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯
  • / ৩০৩ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকাল নয়টার দিকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সেলিম রেজা পাভেল মেহেরপুর পৌর কলেজ পাড়ার ‘স’ মিল ব্যবসায়ী মসলেম আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, সকালে অন্য দিনের মতো নাস্তা শেষ করেন পাভেল। হঠাৎ করে নয়টার দিকে গলায় রশি দেওয়া অবস্থায় পাভেলকে আমগাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মানসিক ও পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে তাঁতী লীগের সম্পাদক পাভেলের আত্মহত্যা

আপলোড টাইম : ১০:২৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা পাভেল গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার সকাল নয়টার দিকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেন। সেলিম রেজা পাভেল মেহেরপুর পৌর কলেজ পাড়ার ‘স’ মিল ব্যবসায়ী মসলেম আলীর ছেলে। স্থানীয় লোকজন জানান, সকালে অন্য দিনের মতো নাস্তা শেষ করেন পাভেল। হঠাৎ করে নয়টার দিকে গলায় রশি দেওয়া অবস্থায় পাভেলকে আমগাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মানসিক ও পারিবারিক কলহের কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।