ইপেপার । আজবৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে গৃহকর্তা গুলিবিদ্ধ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮
  • / ৩০২ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: ডাকাতির সময় প্রতিরোধ করতে গিয়ে মেহেরপুর শহরের পশুহাট পাড়ায় ডাকাতের গুলিতে সজল হোসেন (২৯) নামের এক রং শ্রমিক গুলিবদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গুলিবদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে একই পাড়ার রতন নামের এক সুইপারের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১৬ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ৩টার মধ্যে ওইসব ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ওই এলাকার কেউ কেউ বলছেন ডাকাতি না ওই ঘটনার আড়ালে অন্য কিছু রয়েছে। সেটা ঠিক বলা যাচ্ছেনা।
গুলিবদ্ধ রং শ্রমিক সজলের বড় ভাই রাজন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত তার ভাই সজলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির দরজা না খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা। পরে তার বাড়ির মধ্যে প্রবেশ করে মালামাল যা আছে দেওয়ার জন্য চাপ দেয়। এসময় সজল তার প্রতিবেশী আব্বাস আলীকে ডাক দিলে ডাকাতদের একজন ক্ষিপ্ত হয়ে সজলের পেটে গুলি চালায়। পরে এলাকাবাসী চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়। স্থানীয়রা সজলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আগের দিন একই কলোনির কালু সুইপারে বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান একই রাতে দুটি স্থানে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেননি তবে একজন গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে গৃহকর্তা গুলিবিদ্ধ

আপলোড টাইম : ১০:১৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮

মেহেরপুর অফিস: ডাকাতির সময় প্রতিরোধ করতে গিয়ে মেহেরপুর শহরের পশুহাট পাড়ায় ডাকাতের গুলিতে সজল হোসেন (২৯) নামের এক রং শ্রমিক গুলিবদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। গুলিবদ্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে একই পাড়ার রতন নামের এক সুইপারের বাড়িতে হামলা চালিয়ে নগদ ১৬ হাজার টাকাসহ ৪০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ৩টার মধ্যে ওইসব ঘটনা ঘটে বলে জানা যায়। তবে ওই এলাকার কেউ কেউ বলছেন ডাকাতি না ওই ঘটনার আড়ালে অন্য কিছু রয়েছে। সেটা ঠিক বলা যাচ্ছেনা।
গুলিবদ্ধ রং শ্রমিক সজলের বড় ভাই রাজন জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ৫ থেকে ৬ জনের একদল অস্ত্রধারী ডাকাত তার ভাই সজলের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির দরজা না খুললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ডাকাতরা। পরে তার বাড়ির মধ্যে প্রবেশ করে মালামাল যা আছে দেওয়ার জন্য চাপ দেয়। এসময় সজল তার প্রতিবেশী আব্বাস আলীকে ডাক দিলে ডাকাতদের একজন ক্ষিপ্ত হয়ে সজলের পেটে গুলি চালায়। পরে এলাকাবাসী চিৎকার শুরু করলে ডাকাতদল পালিয়ে যায়। স্থানীয়রা সজলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আগের দিন একই কলোনির কালু সুইপারে বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এনিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম খান একই রাতে দুটি স্থানে ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেননি তবে একজন গুলিবিদ্ধ হয়েছেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।