ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
  • / ৩৪৯ বার পড়া হয়েছে

সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান
ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার ছিলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’ দিবসটি উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে ক্ষুধা-দারিদ্র্য এবং নিরক্ষরতামুক্ত দেশে পরিণত করতে হবে। বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি-৪) মানসম্মত ও সার্বজনীন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষা প্রসারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের গৃহীত সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচিগুলোর মাধ্যমে ২০২১ সালের মধ্যে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য। সরকার দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান প্রদানের লক্ষ্যে ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’ বাস্তবায়ন করছে। দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি
এসময় হঠাৎই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার বক্তব্য মন দিয়ে শোনার কথা বলেন এবং তার বক্তব্যের মধ্যে থেকে তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করেন। তাৎক্ষণিক প্রশ্নের উত্তরদাতা তিনজন শিক্ষার্থীকে তিনি উদ্দীপনামূলক পুরষ্কারও প্রদান করেন।
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলু, প্রভাষক সাব্বির আহমেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মকলেছুর রহমান, প্রাইম পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান, আল-ইকরা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফসহ অন্যরা। সভায় দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
জীবননগর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা জীবননগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বটতলায় জীবননগর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি। সভায় দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।


মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই স্লোগানে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় সাক্ষরতা প্রকল্পের নিরক্ষর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন শুধু সাক্ষর করতে পারলেই হবেনা। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে।

মুজিবনগর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই স্লোগানে মুজিবনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট এর ই/পি অফিসার ঝর্ণা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত : চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

আপলোড টাইম : ০৯:১৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান
ডেস্ক রিপোর্ট: গতকাল শনিবার ছিলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে। এবার দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’ দিবসটি উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন- শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে ক্ষুধা-দারিদ্র্য এবং নিরক্ষরতামুক্ত দেশে পরিণত করতে হবে। বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি-৪) মানসম্মত ও সার্বজনীন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষা প্রসারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য বর্তমান সরকার সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের গৃহীত সাক্ষরতা ও উপানুষ্ঠানিক শিক্ষা সংক্রান্ত উন্নয়ন কর্মসূচিগুলোর মাধ্যমে ২০২১ সালের মধ্যে নিরক্ষরতার অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে হবে। দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অপরিহার্য। সরকার দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরজ্ঞান প্রদানের লক্ষ্যে ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’ বাস্তবায়ন করছে। দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি
এসময় হঠাৎই চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ তার বক্তব্য মন দিয়ে শোনার কথা বলেন এবং তার বক্তব্যের মধ্যে থেকে তিনি শিক্ষার্থীদের প্রশ্ন করেন। তাৎক্ষণিক প্রশ্নের উত্তরদাতা তিনজন শিক্ষার্থীকে তিনি উদ্দীপনামূলক পুরষ্কারও প্রদান করেন।
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ডা. মুঞ্জুরুল ইসলাম বেলু, প্রভাষক সাব্বির আহমেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মকলেছুর রহমান, প্রাইম পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান, আল-ইকরা একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক।


দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামের সভাপতিত্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফসহ অন্যরা। সভায় দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
জীবননগর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা জীবননগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের বটতলায় জীবননগর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ.লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি। সভায় দেশে সাক্ষরতার হার শতভাগ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।


মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই স্লোগানে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী প্রমূখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং মুজিবনগর ও গাংনী উপজেলায় সাক্ষরতা প্রকল্পের নিরক্ষর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন শুধু সাক্ষর করতে পারলেই হবেনা। লিখতে ও পড়তে জানতে হবে, তবেই সাক্ষরতা জ্ঞান হবে।

মুজিবনগর অফিস জানিয়েছে, ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই স্লোগানে মুজিবনগর উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে মুজিবনগর উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করে। উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি’র বল্লভপুর প্রজেক্ট এর ই/পি অফিসার ঝর্ণা খাতুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত।