ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু আহত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১০:১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
  • / ২৯৫ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তর (৭) নামের এক শিশু আহত হয়েছে। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর গোপালপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় ঢাকা মেট্রো ছ -৭১-০০৬৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথের মধ্যে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে অন্তর সাইকেলে রাস্তা পার হওয়ার সময় ওই অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে। এ সময় অ্যাম্বুলেন্সচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে কাত হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে অ্যাম্বুলেন্স চালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অন্তরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগীকে কুষ্টিয়াতে নিয়ে যান এবং পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু আহত

আপলোড টাইম : ১০:১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অন্তর (৭) নামের এক শিশু আহত হয়েছে। তাঁকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তর গোপালপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঘটনার সময় ঢাকা মেট্রো ছ -৭১-০০৬৪ নম্বরের একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। পথের মধ্যে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর নামক স্থানে অন্তর সাইকেলে রাস্তা পার হওয়ার সময় ওই অ্যাম্বুলেন্সটি তাঁকে ধাক্কা মারে। এ সময় অ্যাম্বুলেন্সচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে কাত হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে অ্যাম্বুলেন্স চালক গাড়ি রেখে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত অন্তরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা এসে অ্যাম্বুলেন্সের অসুস্থ রোগীকে কুষ্টিয়াতে নিয়ে যান এবং পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।