ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
  • / ১৫৬ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বজ্রপাতে একরামুল হক (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পলাশ (২২) নামের আরও এক কৃষক আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত একরামুল হক রাজনগর গ্রামের বেলে পাড়ার এনামুল হকের ছেলে এবং আহত পলাশ একই গ্রামের কবির হোসেনের ছেলে। জানা গেছে, ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একরামুল ও পলাশ আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় একরামুলের মৃত্যু হয়। পলাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেসুর রহমান জানান, বজ্রপাতে আহত হয়ে দুজন হাসপাতালে ভর্তি হন। একরামুল হক নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরের রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপলোড টাইম : ০৯:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার রাজনগরে বজ্রপাতে একরামুল হক (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে পলাশ (২২) নামের আরও এক কৃষক আহত হয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত একরামুল হক রাজনগর গ্রামের বেলে পাড়ার এনামুল হকের ছেলে এবং আহত পলাশ একই গ্রামের কবির হোসেনের ছেলে। জানা গেছে, ঘটনার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনায় একরামুল ও পলাশ আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ইউনিটের একটি দল তাঁদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় একরামুলের মৃত্যু হয়। পলাশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও মোখলেসুর রহমান জানান, বজ্রপাতে আহত হয়ে দুজন হাসপাতালে ভর্তি হন। একরামুল হক নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপরজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।