ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরের চাঁদপুরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / ১৫৪ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামের শিশিরপাড়া থেকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা কবির (২৬) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাঁর অবস্থা ভালো না থাকায় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ফোর্স নিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করেন। এদিকে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর চিকিৎসার জন্য কিছু ব্যবস্থাপত্র লিখে দিলে সংবাদকর্মী ইসমাইল হোসেন ও বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ওষুধ কেনার ব্যবস্থা করেন।
বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী জানান, ‘অজ্ঞাতনামা যুবক চাঁদপুর শিশিরপাড়া নামক স্থানে রাস্তাার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনদের অনেক ডাকাডাকি করলে করোনার ভয়ে কেউ সেখানে উপস্থিত না হওয়ায় দ্রুত তাকে আমার সঙ্গে থাকা ফোর্স নিয়ে নসিমনযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি।’ তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। কারণ, তাঁর কাছে থাকা মোবাইল ও ইজিবাইকের কোনো সন্ধান মেলেনি। তদন্ত করা হচ্ছে। তিনি সুস্থ হলে তাঁর কাছ থেকে সবকিছু জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাসপাতলে ভর্তি হবার পর তিনি কথা বলার চেষ্টা করলে তাঁর সঙ্গে কোনো মতে একটি মোবাইল নম্বর জানা যায়। উক্ত মোবাইল ফোনে যোগাযোগ করেলে ঝণ্টু নামের এক ব্যক্তি (কবিরের চাচা) ফোনটা রিসিভ করে জানান, ‘অজ্ঞাতনামা যুবক আমার ভাইয়ের ছেলে। চুয়াডাঙ্গা জেলা শহরের মহিলা কলেজপাড়া সুমিরদিয়া নামক স্থানের শহিদুল ইসলামের ছেলে। কবির ইজিবাইক চালক।’ কবিরের চাচা ঝণ্টু মোবাইলে আরও জানান, সকাল সাড়ে নয়টার দিকে জীবিকা নির্বাহের তাগিদে ইজিবাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ১০টার পর থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও তাঁর মোবাইল বন্ধ দেখায়। খবর পেয়ে তাঁর স্বজনেরা মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরের চাঁদপুরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

আপলোড টাইম : ০৯:৩০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

মেহেরপুর অফিস:
মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের চাঁদপুর গ্রামের শিশিরপাড়া থেকে অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা কবির (২৬) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তাঁর অবস্থা ভালো না থাকায় গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ফোর্স নিয়ে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাঁকে ভর্তি করেন। এদিকে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁর চিকিৎসার জন্য কিছু ব্যবস্থাপত্র লিখে দিলে সংবাদকর্মী ইসমাইল হোসেন ও বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ওষুধ কেনার ব্যবস্থা করেন।
বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী জানান, ‘অজ্ঞাতনামা যুবক চাঁদপুর শিশিরপাড়া নামক স্থানে রাস্তাার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনদের অনেক ডাকাডাকি করলে করোনার ভয়ে কেউ সেখানে উপস্থিত না হওয়ায় দ্রুত তাকে আমার সঙ্গে থাকা ফোর্স নিয়ে নসিমনযোগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করি।’ তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। কারণ, তাঁর কাছে থাকা মোবাইল ও ইজিবাইকের কোনো সন্ধান মেলেনি। তদন্ত করা হচ্ছে। তিনি সুস্থ হলে তাঁর কাছ থেকে সবকিছু জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হাসপাতলে ভর্তি হবার পর তিনি কথা বলার চেষ্টা করলে তাঁর সঙ্গে কোনো মতে একটি মোবাইল নম্বর জানা যায়। উক্ত মোবাইল ফোনে যোগাযোগ করেলে ঝণ্টু নামের এক ব্যক্তি (কবিরের চাচা) ফোনটা রিসিভ করে জানান, ‘অজ্ঞাতনামা যুবক আমার ভাইয়ের ছেলে। চুয়াডাঙ্গা জেলা শহরের মহিলা কলেজপাড়া সুমিরদিয়া নামক স্থানের শহিদুল ইসলামের ছেলে। কবির ইজিবাইক চালক।’ কবিরের চাচা ঝণ্টু মোবাইলে আরও জানান, সকাল সাড়ে নয়টার দিকে জীবিকা নির্বাহের তাগিদে ইজিবাইক নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ১০টার পর থেকে মোবাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করলেও তাঁর মোবাইল বন্ধ দেখায়। খবর পেয়ে তাঁর স্বজনেরা মেহেরপুর জেনারেল হাসপাতালে এসে উপস্থিত হন।