ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরেও আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • / ২৮৬ বার পড়া হয়েছে

মেহেরপুর অফিস: বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটুক্তি করায় রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর অভিযোগ তুলে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেহেরপুরের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ওই মামলাটি দায়ের করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত গণতন্ত্র পূনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি মতবিনিময় সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটুক্তি করে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারসহ দেশকে ভারতের কলোনী হিসেবে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন বলে উল্লেখ করেছেন।
মামলার বাদি গত ১১ ডিসেম্বর ইউটিউবে সেই বক্তব্য দেখে ও শুনে মনে করেণ ওই বক্তব্যের কারণে দলের এবং দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। একজন সচেতন নাগরিক, বাংলাদেশের স্বাধীনতায় এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে বাদি আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে গ্রেপ্তারী পরোয়ানার আবেদন করেন। মামলায় বাদির পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শফিকুল আলমের নেতৃত্বে এ্যাড. ইয়ারুল ইসলাম, এ্যাড. আবদুল্লাহ আল মামুন রাসেলসহ আওয়ামী পরিষদের আইনজীবীরা শুনানীতে অংশ নেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেহেরপুরেও আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপলোড টাইম : ১১:১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭

মেহেরপুর অফিস: বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটুক্তি করায় রাষ্ট্রদ্রোহ ও মানহানিকর অভিযোগ তুলে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেহেরপুরের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ওই মামলাটি দায়ের করেন। চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মহিদুজ্জামান মামলাটি আমলে নিয়ে মেহেরপুর সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
মামলার এজাহারে বাদি অভিযোগ করেন, গত ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত গণতন্ত্র পূনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক একটি মতবিনিময় সভায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধামন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে কটুক্তি করে বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকারসহ দেশকে ভারতের কলোনী হিসেবে আখ্যায়িত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন বলে উল্লেখ করেছেন।
মামলার বাদি গত ১১ ডিসেম্বর ইউটিউবে সেই বক্তব্য দেখে ও শুনে মনে করেণ ওই বক্তব্যের কারণে দলের এবং দেশের অপূরনীয় ক্ষতি হয়েছে। একজন সচেতন নাগরিক, বাংলাদেশের স্বাধীনতায় এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে বাদি আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে ওই মামলা দায়ের করে গ্রেপ্তারী পরোয়ানার আবেদন করেন। মামলায় বাদির পক্ষে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শফিকুল আলমের নেতৃত্বে এ্যাড. ইয়ারুল ইসলাম, এ্যাড. আবদুল্লাহ আল মামুন রাসেলসহ আওয়ামী পরিষদের আইনজীবীরা শুনানীতে অংশ নেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।