ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মেসির ৪০০ গোলের মাইলফলক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
  • / ৩১০ বার পড়া হয়েছে

খেলাধুলা ডেস্ক: প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোলের মাইলফলক গড়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যাম্প ন্যুয়ে রোববার রাতে এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে এই নতুন কীর্তি গড়েন তিনি। গত ৫ ম্যাচে এসপানিওলের বিপক্ষে জোড়া গোল আর লেভান্তের বিপক্ষে হ্যাটট্রিক মিলিয়ে ৮ গোল করেছেন ৩১ বছর বয়সী মেসি। এইবারের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কৌতিনহোর বানিয়ে দেয়া বলে লক্ষ্য ভেদ করে গোলের খাতা খোলেন লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর এই গোলটি দিয়েই অনন্য মাইলফলক গড়েন মেসি। সুয়ারেজের ছোট করে বাড়ানো পাস পায়ে জড়িয়ে কিছুটা জায়গা তৈরি করে নিচু শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা দলপতি। ৬ মিনিট বাদের সার্জি রবার্তোর থ্রো-ইন কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ২০১৪ সালের নভেম্বরে তেলমা জারাকে পেছনে ফেলে লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের দখলে রেখেছেন মেসি। অ্যাথলেটিকো বিলবাও কিংবদন্তি জারা ১৯৫০সাল থেকে ২৫১ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মেসির ৪০০ গোলের মাইলফলক

আপলোড টাইম : ০৯:০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯

খেলাধুলা ডেস্ক: প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪০০তম গোলের মাইলফলক গড়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যাম্প ন্যুয়ে রোববার রাতে এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়া ম্যাচে এই নতুন কীর্তি গড়েন তিনি। গত ৫ ম্যাচে এসপানিওলের বিপক্ষে জোড়া গোল আর লেভান্তের বিপক্ষে হ্যাটট্রিক মিলিয়ে ৮ গোল করেছেন ৩১ বছর বয়সী মেসি। এইবারের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ্পে কৌতিনহোর বানিয়ে দেয়া বলে লক্ষ্য ভেদ করে গোলের খাতা খোলেন লুইস সুয়ারেজ। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর এই গোলটি দিয়েই অনন্য মাইলফলক গড়েন মেসি। সুয়ারেজের ছোট করে বাড়ানো পাস পায়ে জড়িয়ে কিছুটা জায়গা তৈরি করে নিচু শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন বার্সা দলপতি। ৬ মিনিট বাদের সার্জি রবার্তোর থ্রো-ইন কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। ২০১৪ সালের নভেম্বরে তেলমা জারাকে পেছনে ফেলে লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার খেতাব নিজের দখলে রেখেছেন মেসি। অ্যাথলেটিকো বিলবাও কিংবদন্তি জারা ১৯৫০সাল থেকে ২৫১ গোল নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন।