ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মৃত্যুর পরও জারি থাকে যে সব আমল

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • / ৩৩৬ বার পড়া হয়েছে

ধর্ম ডেস্ক: প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে বিশ্বাসী বান্দাদের কাছে এই জগৎই শেষ নয়, তাকে পরকালে অনন্ত অসীম কাল যাপন করতে হবে। পরকালের জীবনের পুঁজি এই ইহজগত থেকেই সংগ্রহ করে যেতে হয়। দুনিয়াতে এমন কিছু আমল আছে যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। হাদিসে রাসুল (সা.) এমন সাতটি আমলের কথা উল্লেখ করেছেন। এসব আমল সদকায়ে জারিয়া বলা হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো ব্যক্তি কাউকে দীনের কোনো ইলম শেখালে এর যে সওয়াব মৃত্যুর পরও তা পেতে থাকবে। যেমন কেউ বাচ্চাদের আল্লাহ আল্লাহ বলা শেখালো। ওই ব্যক্তি মারা যাক অথবা জীবিত থাকুক সর্বাবস্থায় যতবার ওই বাচ্চা আল্লাহ আল্লাহ পড়বে ততবার যিনি শিখিয়েছেন তার সওয়াব মিলবে। এটা হলো সদকায়ে জারিয়া। এজন্য ধর্মীয় শিক্ষকের দরজা অনেক উপরে। কারণ তারা অনেক বড় আমল সদকায়ে জারিয়ে রেখে যান। ছাত্ররা যতদিন ইলম শেখাবেন এর সওয়াবও তারা পাবেন। এভাবে ধারাবাহিকতা চলতেই থাকবে। এক্ষেত্রে মা-বাবাও সওয়াব পাবেন। কারণ তারা শিক্ষকের কাছ পর্যন্ত পৌঁছে না দিলে তো শিক্ষক পড়াতে পারতেন না। এজন্য দীনি শিক্ষার উসিলায় মা-বাবাও সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মৃত্যুর পরও জারি থাকে যে সব আমল

আপলোড টাইম : ১১:১৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

ধর্ম ডেস্ক: প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে বিশ্বাসী বান্দাদের কাছে এই জগৎই শেষ নয়, তাকে পরকালে অনন্ত অসীম কাল যাপন করতে হবে। পরকালের জীবনের পুঁজি এই ইহজগত থেকেই সংগ্রহ করে যেতে হয়। দুনিয়াতে এমন কিছু আমল আছে যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। হাদিসে রাসুল (সা.) এমন সাতটি আমলের কথা উল্লেখ করেছেন। এসব আমল সদকায়ে জারিয়া বলা হয়। হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো ব্যক্তি কাউকে দীনের কোনো ইলম শেখালে এর যে সওয়াব মৃত্যুর পরও তা পেতে থাকবে। যেমন কেউ বাচ্চাদের আল্লাহ আল্লাহ বলা শেখালো। ওই ব্যক্তি মারা যাক অথবা জীবিত থাকুক সর্বাবস্থায় যতবার ওই বাচ্চা আল্লাহ আল্লাহ পড়বে ততবার যিনি শিখিয়েছেন তার সওয়াব মিলবে। এটা হলো সদকায়ে জারিয়া। এজন্য ধর্মীয় শিক্ষকের দরজা অনেক উপরে। কারণ তারা অনেক বড় আমল সদকায়ে জারিয়ে রেখে যান। ছাত্ররা যতদিন ইলম শেখাবেন এর সওয়াবও তারা পাবেন। এভাবে ধারাবাহিকতা চলতেই থাকবে। এক্ষেত্রে মা-বাবাও সওয়াব পাবেন। কারণ তারা শিক্ষকের কাছ পর্যন্ত পৌঁছে না দিলে তো শিক্ষক পড়াতে পারতেন না। এজন্য দীনি শিক্ষার উসিলায় মা-বাবাও সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকেন।