ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুসলিম শিশুদের পরিবার ছাড়া করছে চীন

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
  • / ২২৮ বার পড়া হয়েছে

বিশ্ব ডেস্ক:
চীন কৌশলে জিনজিয়াং প্রদেশের মুসলমান শিশুদের পরিবার, বিশ্বাস ও ভাষা থেকে বিচ্ছিন্ন করছে বলে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে ওই অঞ্চলের হাজার হাজার প্রাপ্ত বয়স্কদের বড় বড় বন্দীশিবিরগুলোতে আটকে রাখা হচ্ছে। আর বাচ্চাদের জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘেরা স্কুল তৈরি করা হচ্ছে। গবেষণা প্রতিবেদন সম্পর্কে বিবিসি বলছে, এ বিষয়ে ওই অঞ্চলের বেশ কয়েকজনের সাক্ষাৎকার, কিছু ডকুমেন্ট, পরিস্থিতির শিকার বাচ্চাদের বক্তব্যসহ আরো কিছু প্রমাণাদি নিয়ে গবেষণা করা হয়েছে। এ জন্য তুরস্কে আশ্রয় নেওয়া উইঘুর মুসলমানদের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করা গেছে। বিবিসি অনুমোদিত গবেষকরা জানান, চীনের জিনজিয়াং প্রদেশে চীন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এ কারণে ওই অঞ্চল থেকে এ বিষয়ে কোনো তথ্য বের করা সম্ভব না। সেখানে বিদেশি সাংবাদিকদের ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়। প্রতিবেদনে বলা হয়, শুধু একটি শহরেই চারশতাধিক শিশুর বাবা-মা নিখোঁজ রয়েছে। তাদের উভয়কেই হয় বন্দীশিবিরে বা কারাগারে আটকে রাখা হয়েছে। গবেষকরা বলেন, ‘আমরা যেসব প্রমাণ পেয়েছি তা শিশুদের পর্যায়ক্রমে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলতে প্রচারণা চালানোর ইঙ্গিত দিচ্ছে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুসলিম শিশুদের পরিবার ছাড়া করছে চীন

আপলোড টাইম : ১১:১৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯

বিশ্ব ডেস্ক:
চীন কৌশলে জিনজিয়াং প্রদেশের মুসলমান শিশুদের পরিবার, বিশ্বাস ও ভাষা থেকে বিচ্ছিন্ন করছে বলে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে ওই অঞ্চলের হাজার হাজার প্রাপ্ত বয়স্কদের বড় বড় বন্দীশিবিরগুলোতে আটকে রাখা হচ্ছে। আর বাচ্চাদের জন্য উঁচু প্রাচীর দিয়ে ঘেরা স্কুল তৈরি করা হচ্ছে। গবেষণা প্রতিবেদন সম্পর্কে বিবিসি বলছে, এ বিষয়ে ওই অঞ্চলের বেশ কয়েকজনের সাক্ষাৎকার, কিছু ডকুমেন্ট, পরিস্থিতির শিকার বাচ্চাদের বক্তব্যসহ আরো কিছু প্রমাণাদি নিয়ে গবেষণা করা হয়েছে। এ জন্য তুরস্কে আশ্রয় নেওয়া উইঘুর মুসলমানদের কাছ থেকে প্রমাণ সংগ্রহ করা গেছে। বিবিসি অনুমোদিত গবেষকরা জানান, চীনের জিনজিয়াং প্রদেশে চীন সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এ কারণে ওই অঞ্চল থেকে এ বিষয়ে কোনো তথ্য বের করা সম্ভব না। সেখানে বিদেশি সাংবাদিকদের ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়। প্রতিবেদনে বলা হয়, শুধু একটি শহরেই চারশতাধিক শিশুর বাবা-মা নিখোঁজ রয়েছে। তাদের উভয়কেই হয় বন্দীশিবিরে বা কারাগারে আটকে রাখা হয়েছে। গবেষকরা বলেন, ‘আমরা যেসব প্রমাণ পেয়েছি তা শিশুদের পর্যায়ক্রমে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলতে প্রচারণা চালানোর ইঙ্গিত দিচ্ছে।’