ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে দূর্ঘটনায় আহত শিশু রশিদুলের মৃত্যু

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • / ৩০১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ৩ : রেফার্ড ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল শুক্রবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বেশ কিছুদিন আগে মুন্সিগঞ্জ পুটিমারিতে সড়ক দূর্ঘটনায় আহত শিশু রশিদুল (১০) অবশেষে চলে গেল না ফেরার দেশে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মাসুদ রানা (৬) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশু মাসুদ রানা দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গতকাল শিশু মাসুদ রানা বাড়ির সামনে খেলা খেলছিল। খেলার সময় মাসুদ রানা রাস্তায় চলে গেলে একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে শিশি মাসুদ ছিটকে দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় শিশু মাসুদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। শিশুটি অনরবত বমি করায় তাকে উন্নত চিকিসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাহুল (১৫) ও শাকিব (১৬) নামের দুই স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে এঘটনা ঘটে। আহত রাহুল চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া নিলার মোড়ে এলাকার আশাদুল বিশ্বাসের ছেলে ও একই এলাকার জনৈকের ছেলে শাকিব।
জানা গেছে, গতকাল সকালে রাহুল ও শাকিব মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় গুলশানপাড়ার মোড়ে পৌছালে একটি সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাহুল ও শাকিব গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শাকিব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। রাহুলের মাথায় আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাহুলের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, গতকাল শুক্রবার দুপুরে রশিদুলের মহদেহ এলাকায় পৌছালে শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ মাগরিবের পর জানাযা শেষে গ্রাম্য করবস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। শিশু রশিদুল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের ভোলারদাড়ি গ্রামের মসজিদপাড়ার জহুরুলের ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১ মার্চ সকালে চাচার মরদেহ দেখে ফুলবগাদি থেকে শিশু রশিদুল ও তার বড় ভাইসহ তিনজন মোটরসাইকেযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মুন্সিগঞ্জ পুটিমারি ব্রিজের নিকট পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুই ভাই গুরুতর জখম হলেও ৩য় ব্যক্তিটি অক্ষত অবস্থায় থাকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু রশিদুলের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার প্রচন্ড আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসারর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিন রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রশিদুল।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুন্সিগঞ্জে দূর্ঘটনায় আহত শিশু রশিদুলের মৃত্যু

আপলোড টাইম : ০৯:৫৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮

চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ আহত ৩ : রেফার্ড ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহীতে রেফার্ড করেছেন কর্তব্যরত চিকিৎসক। গতকাল শুক্রবার বিকাল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া বেশ কিছুদিন আগে মুন্সিগঞ্জ পুটিমারিতে সড়ক দূর্ঘটনায় আহত শিশু রশিদুল (১০) অবশেষে চলে গেল না ফেরার দেশে। গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জানা গেছে, দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মাসুদ রানা (৬) নামের এক শিশু গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশু মাসুদ রানা দামুড়হুদা উপজেলার পারকেষ্টপুর মদনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। গতকাল শিশু মাসুদ রানা বাড়ির সামনে খেলা খেলছিল। খেলার সময় মাসুদ রানা রাস্তায় চলে গেলে একটি মোটরসাইকেল তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে শিশি মাসুদ ছিটকে দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় শিশু মাসুদকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী রেফার্ড করেন। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। শিশুটি অনরবত বমি করায় তাকে উন্নত চিকিসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা গুলশানপাড়ায় মোটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাহুল (১৫) ও শাকিব (১৬) নামের দুই স্কুলছাত্র গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টার দিকে এঘটনা ঘটে। আহত রাহুল চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া নিলার মোড়ে এলাকার আশাদুল বিশ্বাসের ছেলে ও একই এলাকার জনৈকের ছেলে শাকিব।
জানা গেছে, গতকাল সকালে রাহুল ও শাকিব মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সময় গুলশানপাড়ার মোড়ে পৌছালে একটি সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাহুল ও শাকিব গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শাকিব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। রাহুলের মাথায় আঘাত লেগেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রাহুলের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে জানায় কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, গতকাল শুক্রবার দুপুরে রশিদুলের মহদেহ এলাকায় পৌছালে শোকের ছায়া নেমে আসে। গতকাল বাদ মাগরিবের পর জানাযা শেষে গ্রাম্য করবস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। শিশু রশিদুল চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়নের ভোলারদাড়ি গ্রামের মসজিদপাড়ার জহুরুলের ছেলে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১ মার্চ সকালে চাচার মরদেহ দেখে ফুলবগাদি থেকে শিশু রশিদুল ও তার বড় ভাইসহ তিনজন মোটরসাইকেযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মুন্সিগঞ্জ পুটিমারি ব্রিজের নিকট পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে দুই ভাই গুরুতর জখম হলেও ৩য় ব্যক্তিটি অক্ষত অবস্থায় থাকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, শিশু রশিদুলের অবস্থা আশঙ্কাজনক। তার মাথার প্রচন্ড আঘাত লেগেছে। তাকে উন্নত চিকিৎসারর জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিন রাত ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রশিদুল।