ইপেপার । আজশুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবনগর সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে জমিতে সেচি দিতে গিয়ে বিপত্তি বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
  • / ৩৬৬ বার পড়া হয়েছে

fdgdfমুজিবননগর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫) নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্তের  ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে জিন্দা (শুটে) ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার গ্রামের ফকির শেখের ছেলে। মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে চারটায় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায় এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে) ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের সুবেদার বিষয়টি জানতে পেরে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য  চিঠি পাঠালে বিএসএফ কোন সাড়া দেয়নি। পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি জানতে পারেন আটককৃত রুপচাঁদকে বিএসএফ ভারতের চাপড়া থানায় সৌপর্দ করেছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

মুজিবনগর সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে জমিতে সেচি দিতে গিয়ে বিপত্তি বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

আপলোড টাইম : ০২:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭

fdgdfমুজিবননগর অফিস: মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামের রুপচাঁদ (৩৫) নামে এক বাংলাদেশী কৃষক কে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার ভোর রাতের দিকে ভারত বাংলাদেশ সীমান্তের  ১০৬/৪ এস মেইন পিলারের কাছ থেকে জিন্দা (শুটে) ক্যাম্পের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। রুপচাঁদ মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়ার গ্রামের ফকির শেখের ছেলে। মুজিবনগর ক্যাম্পের সুবেদার ওয়েহেদুল ইসলাম জানান ভোর সাড়ে চারটায় সে সীমান্তবর্তি শুন্য লাইনের কাছে তার নিজ জমিতে সেচ দিতে যায় এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানাধীন জিন্দা (শুটে) ক্যাম্পের বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে মুজিবনগর ক্যাম্পের সুবেদার বিষয়টি জানতে পেরে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক এর জন্য  চিঠি পাঠালে বিএসএফ কোন সাড়া দেয়নি। পরে ফোন আলাপের মাধ্যেমে জানতে তিনি জানতে পারেন আটককৃত রুপচাঁদকে বিএসএফ ভারতের চাপড়া থানায় সৌপর্দ করেছে।